16.4 C
New York
Friday, June 9, 2023

When will we get the world drunk legspinner ?

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতি টেনেছে বাংলাদেশ দল। প্রাপ্তি-অপ্রাপ্তির জের টানা শেষ। একেবারেই শূন্য হাতেই দেশে ফিরে আসছেন মাহমুদউল্লাহরা। মাঠের পারফর্ম্যান্সে বড় একটা গোল্লা পেয়েছে টাইগাররা, সেটা সবারই জানা। তবে বাংলাদেশের উইকেট আর আরব আমিরাতের উইকেট নিয়ে চলছে বিস্তর আলোচনা।

- Advertisement -

যে স্পিন বোলিং বাংলাদেশের শক্তির জায়গা, এবার কি সেই স্পিন নিয়ে একটুও ভাবাচ্ছে না ডমিঙ্গো বাহিনীকে। আর একটু পরিষ্কার করে বললে বাংলাদেশ স্কোয়াডে বরাবরই একটা ব্যাপার চিন্তার ভাঁজ ফেলে। আর তা হলো লেগ স্পিনার। অন্যান্য দলগুলো কি এদিক থেকে টাইগারদের সঙ্গে পার্থক্য গড়ে দেওয়ার কারণ নয় কী?

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের লজ্জার হার। এ হারের পেছনে যে মানুষটা ফ্রন্ট লাইনে থেকে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে তিনি অজি লেগি অ্যাডাম জাম্পা। নিয়েছেন গুনে গুনে পাঁচটি উইকেট। শুধু এই ম্যাচেই না এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টেই জাম্পার রিস্ট ঘুরেছে সেরাদের মতোই। ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

নিউজিল্যান্ড লেগস্পিনার ইশ শোধি। তারকা লেগি না হলেও বিশ্বকাপে এখন পর্যন্ত খেলেছেন তিন ম্যাচ। প্রতিটিতেই পেয়েছেন দুটি করে উইকেট। হালকা টার্নে ইকোনমি ঠিক রেখে ভালো জায়গায় বল করা এই রিস্ট স্পিনার স্পিন ট্রেকে যেকোনো সময় হয়ে উঠকে পারে প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ।

ওয়ানিন্দু হাসারাঙ্গা আইসিসি ঘোষিত সবশেষ টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিয়ে রয়েছেন ১ নাম্বারে; যাকে বলা হচ্ছে শ্রীলঙ্কার পরবর্তী সুপার স্টার। বিশ্বকাপেও আলো ছড়ানো এই লেগ স্পিনার অভিষেকের পর থেকেই জানান দিচ্ছেন লেগ স্পিনারদের কার্যকর হওয়ার কথা। বাছাই পর্ব থেকে মূল পর্ব পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন প্রতিপক্ষের ১৬ উইকেট।

ক্রিকেটে এক প্রকার ব্যতিক্রমী বোলার যা সচরাচর চোখে পড়ে না তাকে ক্রিকেটীয় ভাষায় চায়না ম্যানও বলে থাকে। তাবারিজ শামসি বামহাতি এই প্রোটিয়া রিস্ট স্পিনার যেকোনো সময় পার্থক্য গড়ে দেয় যেকোন দলের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে পেয়েছেন ৬ উইকেট। বলেন ওপর নিয়ন্ত্রণে পারদর্শী এই বোলারের গুন ব্যাটারকে শর্টস খেলতে বাধ্য করে উইকেট তুলে নেওয়া।

বিশ্ব ক্রিকেটে এসেছেন জয় করেছেন এমন একজন ক্রিকেটা রশিদ খান; যার দাপট এখন পুরো বিশ্বেই। নিজের দেশ আফগানিস্তানের হয়ে খেলে একশোর ওপরে ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়িয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে বেশ জনপ্রিয় এই লেগস্পিনার। চলতি বিশ্বকাপে নিজের নামের ওপর এতোটা সুবিচার করতে না পারলেও এ ম্যাচে করেছেন ৯ রানে ৪ উইকেট নেয়ার মতো স্পেল। এ ছাড়া ৪ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

এতক্ষণ যাদেরকে নিয়ে আলোচনা করা হলো প্রত্যেকেই তাদের দলের ট্রাম্প কার্ড। এই জায়গাটার শূন্যতায় বেশ অনেকদিন যাবতই পুরছে বাংলাদেশ। জুবায়ের হোসেন লিখন থেকে শুরু করে হালের আমিনুল ইসলাম বিপ্লব অনেকেই এসেছে আবার হারিয়ে যেতেও দেখা গেছে। আর তাই সবার মনে একটা প্রশ্ন জেগেই থাকে কবে আমরা পাব একজন পরিপূর্ণ লেগস্পিনার।

When will we get the world drunk leg-spinner ?

- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,802FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page

Page 1

You are visiting this page for the 1st time.

Page: 1