15.7 C
New York
Saturday, September 30, 2023

“sex এর থেকে পেপ গার্দিওলা এর দলে খেলা আরো বেশি সুখের।”- দানি আলভেজ।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“sex এর থেকে পেপ এর দলে খেলা আরো বেশি সুখের।”- দানি আলভেজ।

- Advertisement -

দানি আলভেজ বলেছিলেন “আমরা খেলতে নামার আগে পেপ আমাদের সব ম্যাচের কাহিনী বলে দিতেন আর আমরা সেটা মাঠে পরিণতি দিতাম।


পেপ ম্যাচ হওয়ার আগে ম্যাচ পড়তে পারতেন। “

যেকোনো শক্তিশালী দল কে পরাজিত করার ওষুধ পেপ ম্যাচ বাই ম্যাচ আবিষ্কার করতেন। তার কাছে উদাহরণ ছিল না কিন্তু জেদ ছিল মন্ত্র ছিল জেতার, করে দেখানোর ক্ষিদে ভিতরে সেট করে দিতেন, আর বোঝাতেন প্রতি টা ম্যাচ ফাইনাল ম্যাচ। একজন মানুষ খেলা কে সর্গ সমান সুখ দিত।

টেক দ্যা বল পাস দ্যা বল।”❤️

এক দুর্দান্ত ফর্মুলা তে বিপক্ষ কে নাজেহাল করা।
নিজের দখলে সব থেকে বেশি বল পজিশন রেখে বিপক্ষের মেরুদন্ড ভেঙে দেওয়া।
গোল হওয়ার পর ও আরো বল পজিশনিং রেখে গোল স্কোরিং করা।


একের পর এক ট্রফি জিতে ফুটবল বিশ্ব কে অবাক করা।
ট্রেবল থেকে হেক্সা জিতে নিজের নাম ইতিহাসে খোদায় করা।
রিয়াল মাদ্রিদের সেই সময় এর তারকা দল কে প্রতি ক্লাসিকো তে নাকানিচুবানি খাওয়ানো।
লা মাসিয়ার গ্রেজুয়ে ট ছাত্র দের গুরুত্বপূর্ণ ভাবে লালন পালন করা। ।


কি দেন নি নিজের বুদ্ধি , জ্ঞ্যান, পরিশ্রম আর হাসি টুকু দিয়ে প্রাণের বার্সেলোনা কে।
একের পর এক দিয়ে দিয়ে ফার্গুসন এর সাথে তুলনার টানা ছেড়া হয়, যদিও তিনি নিজেকে একজন ছাত্র মনে করেন।

সালটা ২০১২

সবাই বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন , গ্ল্যামার, কতো প্লেঁয়ারের জন্মদাতা, কতো স্মরণীয়, গুরুত্বপূর্ণ ম্যাচের অসাধারণ কাহিনী লিখেছেন।
সেই মানুষ টি আজকের দিনে ঘোষণা দেন যে তিনি বার্সেলোনা ম্যানেজার পদ থেকে অবসর নিলেন।

সেদিনও সবাই দু ফোঁটা চোখের জল ফেলে বিদায় দিয়েছিল।
তুমি থাকবে আমাদের মনে প্রাণে। শুভ কামনা ❤️

On this day in 2012, Pep announced that he’ll leave FC Barcelona at end of the season.

- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,874FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page