- Advertisement -
কমেডির কথা আসলেই ভারতী সিংয়ের কথা আসে ভারতীয় মিডিয়া ইন্ডাস্ট্রিতে।
ভারতী উপস্থাপক হিসেবে থাকা মানে শো হিট যে কোনো শোতে। অন্তঃসত্ত্বা হয়েছেন জনপ্রিয় এই কমেডিয়ান উপস্থাপক ও অভিনেত্রী ভারতী সিং মা হতে চলেছেন বলিউডের নামকরা কমেডিয়ান।
মা হবার খবর জানিয়েছিলেন তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে। উপভোগ করছেন ভারতী মাতৃত্বের সময় বেশ। বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ভারতী সম্প্রতি মাতৃত্বের ফটোশুটের।
ভাসছেন এই কমেডিয়ান ভক্ত এবং বন্ধুদের প্রশংসায়। ফটোশুটের ছবি শেয়ার করেছেন হোলি উপলক্ষে ভারতী সিং আরেকটি। স্বামী হর্ষ লিম্বাচিয়াও ছিলেন সঙ্গে ছিলেন।
থামিয়ে দেননি ভারতী অন্তঃসত্ত্বা হওয়ার পর নিজের কাজ। শুরু করছেন ভারতী সিং অন্তঃসত্ত্বা হয়েও নতুন একটি রিয়েলিটি শো সঞ্চালনা। রিয়েলিটি শো সঞ্চালনা করার ইতিহাস খুবই নগণ্য ভারতীয় টেলিভিশনের ইতিহাসে গর্ভাবস্থায়।
- Advertisement -
- Advertisement -
কাজ করতে চান জনপ্রিয় এই নারী কমেডিয়ান গর্ভাবস্থার নবম মাস পর্যন্ত।
- Advertisement -