- Advertisement -
- Advertisement -
- Advertisement -
হাসির লাগি ক্ষনিক মেলা
লোক সকল জড়,
বিরান ভূমি জোরেই বলে
কষ্ট কার বড়?
- Advertisement -
কষ্ট সময় সেথা অনেক দামি
হয়তো এই তীরে,
সুখি আমার মুখের হাসি
দুখ লুকায় ভীড়ে।
হাসির লাগি ক্ষনিক মেলা
শব্দ নাহি আর,
হাসলে ভালো হাসলে কালো
যার কষ্ট তার!
ললাট লেখা পালটে নিতে
কষ্ট বড় হয়,
হাসির মাঝে ঘাড়তি রেখে
রাস্তা পারে ভয়।
হাসতে জেনে দুঃখ পেতে
এথায় বড় মানা,
চার দেয়ালে আটকে রেখে
হাঁসতে খোকা জনা!
Writen by Abu Hanif Biplab
- Advertisement -