- Advertisement -
মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বরেণ্য অভিনেতা, পরিচালক ও প্রযোজক। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে কেবিনে নেওয়া হয়েছেকরোনা মুক্ত হওয়ার পর গতকাল (৬ জানুয়ারি) রাতে। আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, এসব তথ্য জানিয়ে অভিনেতার ছেলে মাশরুর পারভেজ বলেন। সোহেল রানাকে হাসপাতালে ভর্তি করা হয় করোনা আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায়।
- Advertisement -
- Advertisement -
মাসুদ পারভেজ সোহেল রানা ঢাকাই সিনেমার অভিনেতা, প্রযোজক ও পরিচালক ।
সোহেল রানা নাম ধারণ করেন তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে। ‘ওরা ১১ জন’ তাঁর প্রযোজিত প্রথম সিনেমা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র। ২০১৯ সালে পেয়েছেন আজীবন সম্মাননা সিনেমায় অবদান রাখায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
কাজী হায়াৎ হাসপাতাল ছেড়েছেন পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে।
- Advertisement -
জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ পিটিসিএ করানোর পর আজ তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে। দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ ১৯৭৯ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরিচালনা করেছেন তিনি অর্ধশত সিনেমা। চিত্র দেখানো হয় র তাঁর বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগে।
- Advertisement -