- Advertisement -
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও তার বন্ধু প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য মধ্যরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। পুলিশ দাবি করেছিল, সড়কেই ঘণ্টাখানেক মাতলামি করেন তারা বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মধ্যরাতে পথ আটকানোর পর।
অবশ্য ছাড়া পেয়েছেন তারা ধানমন্ডি থানা থেকে মুচলেকা দিয়ে। শোবিজের এ পরিচিত মুখ ছাড়া পেয়ে পুলিশের দাবিকে অস্বীকার করছেন। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারা একটি পরিবারিক স্পর্শিয়া জানান। রাজধানীর সাতমসজিদ রোডে এ ঘটনা ঘটে ত বৃহস্পতিবার মধ্যরাতে।
কেউ ড্রাংক ছিল না আমি তো একদমই ছিলাম না কেউ মদ্যপ ছিল না উল্লেখ করে অর্চিতা স্পর্শিয়া বলেন। আমি প্রমাণ দিতে পারব যেকোনো ধরনের টেস্ট দিয়ে। ব্যাক করছিলাম আমরা ফ্যামিলি প্রোগ্রাম থেকে কীভাবে ড্রাংক থাকে ফ্যামিলি প্রোগ্রামে মানুষ।
- Advertisement -
- Advertisement -
গাড়ি দ্রুত গতিতে ছিল না অভিনেত্রী যোগ করে বলেন চলছিল গাড়ি ৬০ গতিতে। এটা কি দ্রুত গতি আমি সামনের সিটে বসা ছিলাম। ওই রাস্তায় কোনো স্পিড লিমিটও ছিল না কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আপনারা যেভাবে টার্ন নিলেন তাতে সিএনজিতে লেগে যেতে পারত সাত মসজিদ রোডে টার্ন নেওয়ার পর পুলিশ এসে বলছে। সিএনজিতে তো লাগে নাই আমরা বললাম। শুধু শুধু কেন আমাদের থামাচ্ছেন আমরা কাউকে ডিস্টার্ব করছি না।
- Advertisement -