ত্বকে মানুষ মাত্রই সৌন্দর্য সচেতন। ত্বকের সৌন্দর্যের জন্য নানা টোটক ব্যবহার অনেকে করেন । একটি পদ্ধতি থাপ্পড় থেরাপি! সৌন্দর্য বৃদ্ধিতে থাপ্পড় থেরাপি কাজ করে জানেন কীভাবে ?
একটু বেশি সৌন্দর্য সচেতন যারা , তারা ত্বকের মালিন্য দূর করতে ফেসিয়ালের পাশাপাশি ঘরোয়া উপায়ও অনেক ব্যবহার করেন। জেনে অবাক হলেও সত্যি যে সৌন্দর্য বাড়ানোর জন্য বিশ্বে থাপ্পড় থেরাপির মতো আছে অদ্ভুত থেরাপিও প্রচলিত। ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের প্রতিবেদনে জানা গেছে, চড় মেরে সৌন্দর্য বাড়ানো যায় মানুষের ।
দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় এই থাপ্পড় থেরাপি খুব । দক্ষিণ কোরিয়ার জানা গেছে, নারীরা শত শত বছর ধরে থাপ্পড় থেরাপি ব্যবহার করছেন।
তারা সৌন্দর্য বাড়াতে প্রতিদিন নিজেদের গালে ৫০টি চড় মারেন । এটা বিশ্বাস করা হয় যে এই থেরাপি ত্বকের উন্নতি করে। নারীরা নাকি আগের চেয়ে বেশি সুন্দরী হয়ে ওঠেন এতে করে । থাপ্পড় থেরাপির অর্থ এই নয় যে কাউকে খুব জোরে চড় মারতে হবে তবে এবং হালকা হাতে গালে চড় মারে খুব আরামে নারীরা তাদের নিজের হাতেই এই থেরাপি ব্যবহার করতে পারেন।
পদ্ধতি অনুযায়ী, উভয় গালে তীক্ষ্ণভাবে নিজের হাত দিয়ে চাপ দিতে হবে। যদিও এই থেরাপি প্রাচীনকাল থেকে দক্ষিণ কোরিয়ায় প্রচলিত, কিন্তু ধীরে ধীরে এই থেরাপি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।