- Advertisement -
- Advertisement -
- Advertisement -
সোনু নিগম করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী। করোনার নমুনার ফল পজিটিভ এসেছে তাঁর ছেলে, স্ত্রী ও শ্যালিকার। এ খবর জানিয়েছেন সোনু নিজেই সামাজিক মাধ্যমে।
সোনু নিগম জানান, তিনি এখন দুবাইয়ে বলিউড হাঙ্গামার খবর, ইনস্টাগ্রামে এক ভিডিও-বার্তায়। সুপার সিঙ্গার শোর তৃতীয় মৌসুমের শুটও করেছেন ভারতের ভুবনেশ্বরে পারফর্ম করতে গিয়েছিলেন। পজিটিভ আসে করোনার নমুনা পরীক্ষা করলে। তখনও পজিটিভ আসে তিনি পুনরায় পরীক্ষা করান। ফলাফল বরাবরের মতোই পজিটিভ এর পর আবার পরীক্ষা করান।
- Advertisement -
গিয়েছিলেন। পজিটিভ আসে করোনার নমুনা পরীক্ষা করলে। তখনও পজিটিভ আসে তিনি পুনরায় পরীক্ষা করান। ফলাফল বরাবরের মতোই পজিটিভ এর পর আবার পরীক্ষা করান।
এখন তিনি কোভিড পজিটিভ সোনু বলেন। তিনি পজিটিভ ছিলেন কনসার্ট চলাকালে। তাঁদের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি,তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন।কোভিড পজিটিভ সোনুর স্ত্রী মধুরিমা ও ছেলে নীবানও। মেনে চলছেন তাঁরা কোভিড বিধিনিষেধ
একতা কাপুর করোনায় আক্রান্ত হন ম্রুনাল ঠাকুর, নোরা ফাতেহি ও প্রযোজক জন আব্রাহাম ও তাঁর স্ত্রী প্রিয়া রাচঁল বলিউড অভিনেতা প্রেম চোপড়া, দিলনাজ ইরানি।
- Advertisement -