- Advertisement -
সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল সুবাহ শাহ হুমায়রার সংসার বিয়ের এক মাস না যেতেই সংসারে ঝামেলা চলছে। একাধিক অভিযোগ নিয়ে এসেছেন এই মডেল আজ সংবাদ সম্মেলন করে স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে।
ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে, মারধরও করত সংবাদ সম্মেলনে সুবাহ শাহ হুমায়রা দাবি করেছেন। ওকে (ইলিয়াস) বিয়ে করেছি আমি অনেক স্বপ্ন নিয়ে। সব প্রমাণ আছে আমার কাছে বিয়ের। বিচার চাই আমি মামলা করেছি। ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে ইলিয়াস আমাকে। এসে মদ খেত সে আমার বাসায়। পরিষ্কার করত আমার বুয়া সেসব।
টাকা-পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে সে চলে যাওয়ার সময় আমার। সিসিটিভিতে ধারণ করা আছে এসব কিছুর ফুটেজ বিচার চাই আমি এর।
আমি আগে এসব কিছুর বিচার চাই, এর পর সংসার স্বামীর কাছ থেকে হুমকি পাচ্ছেন উল্লেখ করে সুবাহ শাহ হুমায়রা। ছাত্রলীগ করে ইলিয়াসের ছোট ভাই। হুমকি দিচ্ছে তারা আমাকে নানাভাবে। সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল সুবাহ শাহ হুমায়রা গত বছরের ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।
- Advertisement -
- Advertisement -
মামলা দায়ের করেছেন তাঁরই স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা এরই মধ্যে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায়। মামলা দায়ের করেছেন মডেল সুবাহ যৌতুক চেয়ে মারধরের অভিযোগে গত রাতে।
- Advertisement -