- Advertisement -
এই তিনজনের কেউই আমাদের মাঝে নেই বাঙালির কৌতুহলের কেন্দ্রবিন্দু সুচিত্রা সেন, উত্তমকুমার, সুপ্রিয়া দেবী। বাঙালির অন্দরে তাদের ঘিরে বিস্ময় তবু মাঝে মধ্যেই আবেগপ্রবণ। রঙিন, ধূসর দিকেও আলো ফেলা যেতে পারে তাদের পারস্পরিক না দেখে মাঝে রঙিন সম্পর্কগুলোকে সাদা-কালো।
দুজনের ইগো কখনও বাইরে প্রকাশ পেত না ওরা দুজন এতটাই বন্ধু ছিলেন অভিনেতা অনুপ কুমার বলেছিলেন উত্তম-সুচিত্রার সঙ্গে অনেক ছবিতে কাজ করা।
প্রথম প্রেমিক উত্তম-সুচিত্রাকে দেখেন তিনি পশ্চিমবাংলার শেওড়াফুলি এলাকার এক প্রেক্ষাগৃহে ‘অগ্নিপরীক্ষা’ দেখতে গিয়ে সুপ্রিয়া দেবীর স্মৃতি অনুযায়ী। চেনা হয়ে গেছে তার ততদিনে দুজনকেই । প্রথম ছবি ‘বসু পরিবার’ এর কাজ হয়েছিল তার আগে সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তম কুমারের।
- Advertisement -
- Advertisement -
পরিচালক নির্মল দে সুচিত্রার সঙ্গে সুপ্রিয়ার আলাপ করিয়ে দেন অন্যদিকে কাজের জন্য দেখা করতে গিয়ে ‘বসু পরিবার’।
- Advertisement -