- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
উড়াল পাখি বসছে ডালে
পাখির বাসা কই?
উঁচু ডালের ঠিক পিছনে
মজিদ মিয়া রয়।
বিরল আভা পাখির মাঝে
বিচিত্র তার রূপ,
কিচি-মিচির শব্দ করে
সন্ধ্যা বেলা চুপ!
লাল-সবুজে লাগছে বেশ
ধরলে বুঝি পায়!
লাফ দিলেই হাতের মুঠো
উড়লো পাখি হায়!
ডাল হতে’না পারলে তুমি
বসতো তোরো বুকে,
আলতো করে জড়িয়ে ধরে
মাখতো হাসি মুখে!
নয়তো পাখি, সুখের ক্ষণী
পেয়েও নাহি পায়!
দুঃখে ভরা জীবন যার
সুখ পাখিটা নাই!
–আবু হানিফ বিপ্লব
- Advertisement -