সবগুলো শাখায় চলছে হলিউডের সাড়া জাগানো তিন সিনেমা রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্সের। ‘জাঙ্গল ক্রুজ’ দ্য সুইসাইড স্কোয়াড ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯ সেই তালিকায় আছে।
দর্শকের পদচারণায় আবার মুখর হয়ে উঠেছে স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে। আবার নিয়মিত সিনেমা প্রদর্শন শুরু হয়েছে জনপ্রিয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হলে বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ আগস্ট থেকে। সবগুলো শাখায় বর্তমানে চলছে সিনেমাগুলো সদ্য চালু হওয়া মিরপুর শাখাসহ স্টার সিনেপ্লেক্সের। সাড়া ফেলেছে তিনটি সিনেমাই দর্শকমহলে।
স্বাস্থ্যবিধি অনুযায়ী সিনেমা প্রদর্শন চলছে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানান। আবার প্রাণ ফিরে পেয়েছে স্টার সিনেপ্লেক্স দর্শকদের উপস্থিতিতে। দর্শকরা নিয়মিত আসতে শুরু করেছেন হল খোলার পর থেকে।
অনেকেই মুখিয়ে ছিলেন ছবিগুলোর জন্য। টিকেটের চাহিদা বাড়ছে আমাদের সবগুলো শাখাতেই। মুক্তির অপেক্ষায় আছে সামনে আরও অনেক ছবি।
গত ২৫ জুন মুক্তি পেয়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯ করোনা মহামারির জন্য বেশ কয়েক দফায় পিছিয়েছে।
- Advertisement -
- Advertisement -