১ মিনিটে কেন ৬০ সেকেন্ড হয়?এটির রহস্য কি?ইতিহাস কি বলে?
১ মিনিটকে ৬০ সেকেন্ডে বিভক্ত করা বা ১ ঘন্টাকে ৬০ মিনিটে বিভক্ত করার পদ্ধতিটি ব্যবিলনীয় সভ্যতা থেকে এসেছে। তারা গণিত ও মহাকাশবিদ্যায় (৬ এর দশক) অর্থাৎ 60s (sexagecimal base =60) পদ্ধতিতে সমাধান করতো
।
এবার আসি তারা ৬০ সংখ্যাটিকে কেন বেছে নিলো-
খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতাব্দীতে ব্যাবলনীয়রা কোণ পরিমাপ করার জন্য ডিগ্রীর আবিস্কার করে। সে সময় তারা মনে করত যে, পৃথিবী ৩৬০ দিনে মাত্র একবারই সূর্যকে প্রদক্ষিণ করে। অর্থাত্ যদি প্রতিদিনের কৌণিক আবর্তনকে ১ ডিগ্রি হিসেবে ধরা হয়, তাহলে একবার পূর্ন প্রদক্ষিণ করতে ৩৬০ ডিগ্রি সম্পন্ন হয়।
ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী, এখান থেকেই প্রথম বৃত্তের ৩৬০ ডিগ্রির ধারণাটি আসে। বৃত্তের এক ষষ্ঠাংশ, অর্থাত্ ৬০ ডিগ্রি একটি প্রকৃত কোণ তৈরী করে।
অর্থাত্ যদি ৬০ ডিগ্রী করে বৃত্তের ভিতরে ছয়টি ত্রিভুজ আঁকা হয়, তাহলে প্রতিটি ত্রিভুজই সমবাহু ত্রিভুজ হয় । এই কারণেই তখন থেকেই জ্যামিতি এবং জ্যোতির্বিদ্যায় এই ৬০ সংখ্যাটির একটি বিশেষ গুরুত্ব ছিল।