9.6 C
New York
Saturday, December 9, 2023

সফর সূচিতে পরিবর্তন অজিদের পাকিস্তান

- Advertisement -

পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া দীর্ঘ এক মাসের সফরে। কিছুটা পরিবর্তন আনা হয়েছে তবে আগের সূচিতে। সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ৩ মার্চ পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার। একদিন পর ৪ মার্চ থেকে তবে এখন সেই সিরিজ শুরু হবে। এসেছে ভেন্যুতেও এছাড়াও পরিবর্তন।

সফরে যাচ্ছে অজিরা দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে। দুই দলের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল ৩ মার্চ থেকে পাকিস্তান সফরের জন্য নভেম্বরে যে সূচি ঘোষণা করা হয়েছিল তাতে। একদিন পর অর্থাৎ ৪ মার্চ থেকে কিন্তু দুই দলের সমঝোতায় সেই টেস্টটি শুরু হবে।

ভেন্যুতেও পরিবর্তন এসেছে এদিকে শুধু সূচিরই পরিবর্তন আসেনি শুধু। প্রথম টেস্ট ভেন্যু ছিল করাচি প্রথমে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে তবে সূচির পাশাপাশি ভেন্যুও পরিবর্তন করে। ক্রিকেট বোর্ড (পিসিবি) মনটাই জানিয়েছে পাকিস্তান।

টেস্ট সিরিজ দিয়ে দুই দলের লড়াই মাঠে গড়াবে। য়ানডে এবং একটি টি-টোয়েন্টি অজিরা পাকিস্তানের বিপক্ষে খেলবে তিনটি করে টেস্ট। রাওয়ালপিন্ডির বদলে শুরু হবে করাচিতে এদিকে ১২ মার্চ দ্বিতীয় টেস্ট।

- Advertisement -
- Advertisement -

অবশ্য আগের সূচি অনুযায়ী লাহোরেই মাঠে গড়াবে ১ মার্চ শেষ টেস্ট।

- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,912FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page