17 C
Dhaka
Tuesday, January 18, 2022

শ্রাবন্তী চতুর্থ বিয়ে করলেন ?

- Advertisement -

কালো শাড়িতে নিজেকে ঢেকেছেন। বাদামি রঙ দিয়েছেন চুলে আর সিঁথিতে সিঁদুর সেই চুলের মাঝে সিঁথি।টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির এমন রূপেই দেখা মিললো। ভক্তদের হৃদয়ে উঠেছে ঝড় তার এই রূপ দেখে।

কালো শাড়ি পরা ছবি শেয়ার করেন শ্রাবন্তী বুধবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিঁথির সিঁদুর নিয়ে বেশি চর্চা হচ্ছে সবখানে তার মোহময়ী রূপের চেয়ে। তার কমেন্ট বক্সে নেটিজেনরা আক্রমণাত্মক মন্তব্যের বান বইয়ে। চার নম্বর বিয়ে করে রেকর্ড করবেন শ্রাবন্তী কমেন্টস বক্সে কেউ কেউ লিখেছেন। কেউ প্রশ্ন তুলেছেন সিঁদুর কার জন্য তৃতীয় বিয়ে তো ভেঙে গেছে।

রূপের প্রশংসাও করেছেন অনেকেই আবার শ্রাবন্তীর। শীতকে টেক্কা দেয়ার জন্য যথেষ্ঠ উষ্ণ ছবি, এক ভক্ত লিখেছেন। মাই ব্ল্যাক কুইন আরেক জন লিখেছেন। মন্তব্যেই প্রতিক্রিয়া জানাননি শ্রাবন্তী অবশ্য কারো।শ্রাবন্তী চ্যাটার্জি ইতোপূর্বে তিনটি বিয়ে করেছেন। রাজীব বিশ্বাসকে বিয়ে করেন ২০০৩ সালে বিচ্ছেদ হয় ২০১৬ সালে সেই সংসারে। কৃষাণ বিরাজের সঙ্গে ঘর বাঁধেন একই বছর তিনি। এক বছরও টেকেনি সেই ঘর।

- Advertisement -

রোশান সিংকে বিয়ে করেন এরপর ২০১৯ সালে। এই সংসার ছেড়ে এসেছেন শ্রাবন্তী বছর খানেক আগেই। বিবাহবিচ্ছেদ চূড়ান্তভাবে কার্যকর হয়নি তবে এখনো তাদের।

Related Articles

Leave a Comment:

Stay Connected

100FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles