শেখ মুজিবের বায়োপিকের ট্রেইলার দেখে বুঝলাম না এতগুলো ট্যাংক খেতের মধ্যে নামলো কোন দুঃখে? আর ভাইরে ভাই! ব্রিজে গাড়ি নাই, মানুষ নাই, এমনকি একটা কাউয়াও নাই।
বোমাটা মারলো কার গায়? আবার ব্রিজ ভেঙে গেছে কিন্তু পানিতে একটা ধুলিকনাও পড়লো না, কী সুন্দর বোমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে নিচে। প্লেনগুলোর কথা আর নাই বা বললাম।
মনে হচ্ছিল কোনো বাচ্চা গেম খেলছে। পতাকার ভেতরে নেই মানচিত্রের ছাপা। শেখ মুজিবের চুল কখনও সাদা কখনও কালো। আলাদা দুটি বক্তব্য অথচ মাইক এক। আরেক জায়গায় তো এমন গ্রীন স্কিন ইডিট মারছে মাইরি, লোকজন একদিকে আর বক্তব্য দিচ্ছে আরেকদিক তাকিয়ে।
এদিকে অভীনেতার বডি ল্যংগুয়েজ এবং বক্তব্যের উচ্চারণতো চরম হতাশাজনক। বাকিগুলোর কথা আর নাই বললাম।
বলছি কী! ৪০ কোটি তো কম ছিলো না। কিন্তু পরিচালক হালায় কামডা করলো কী? এত টাকা দিয়ে এত নিম্ন মানের ভিএফএক্স, এত কম গবেষণা, এত বাজে ইডিটর? আরেফিন শুভরে দোষ দিয়ে লাভ নাই ১ টাকা নিয়ে যা করছে তাই অনেক। যদিও সবাই বলে ৫০ পয়সা বেশি নিছে।