- Advertisement -
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে। ২-১ গোলে হারিয়েছে তারা উত্তর বারিধারাকে।
এগিয়েছিল ২-০ গোলে ম্যাচের প্রথমার্ধে শেখ জামাল। দিয়েছেন বিদেশিরা ম্যাচের তিনটি গোলই। অংশ নেয় দুই দলে ৮ বিদেশি। বিজয়ের আনন্দে মেতে ওঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা জয়ের পর মফস্বল শহর মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে
এগিয়ে যায় সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১২ মিনিটে গাম্বিয়ান ফুটবলার সোলায়মান সিলার গোলে। নাইজেরিয়ান ম্যাথু চিনেডু বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন।
কমান উজবেকিস্তানের মিডফিল্ডার কোচনেভ ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে উত্তর বারিধারার ব্যবধান। রানার্সআপরাই হাসল জয়ের হাসি দ্বিতীয়ার্থে আর কোনো গোল না পেলেও। চেষ্টা করে উত্তর বারিধারা হার ঠেকাতে পারেনি চার বিদেশি খেলোয়াড় নিয়ে সর্বশক্তি দিয়ে।
পরাজিত করেছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংসকে ২-১ গোলের ব্যবধানে। দুই গোল করে কিংসের লজ্জায় ডোবান নেডো তুরকোভিচ একাই।
স্বাধীনতা ক্রীড়া সংঘ আসরে এবার প্রথমবার পা রেখেছে। এবার আসরটি শুরু করেছে হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলার প্রত্যয় নিয়ে অন্যদিকে টানা দু’বারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা।
- Advertisement -
- Advertisement -
বিপক্ষে হার যেন বলে দেয় দমে গেছে কিংস বাহিনী টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘের। ২৫তম মিনিটে চ্যাম্পিয়নরা ম্যাচে প্রথম ধাক্কাটা খায়।
- Advertisement -