শাহরুখ খান ‘পাঠান’ চলচ্চিত্রের শুটিং আবার শুরু করেছেন। দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম সিনেমাটিতে আরও রয়েছেন। এ শুটিং আগামী দু মাস চলবে। শাহরুখ অনিয়মিত ছিলেন ছেলে আরিয়ান খানকে মাদকের মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকেই ২০২১ সালের অক্টোবরে। কঠোর শর্তাবলী সহ প্রায় এক মাস পরে আরিয়ানকে জামিনে মুক্তি দেওয়া হয়। কাজে ফিরেছেন কিং খান কিছুদিন দূরে থাকলেও।
দুটি ছবির শ্যুটিংই শুরু করার পরিকল্পনা করছেন যশ রাজ ফিল্মসের কর্ণধার তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। শ্যুটিং বন্ধ করার পরিকল্পনা করেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমণের জেরে ‘পাঠান’ ও ‘টাইগার ৩’ দুটি ছবিরই।
তাই আগেভাগে এই স্পাই থ্রিলারের শ্যুটিং শুরু করতে চান প্রযোজক ‘টাইগার ৩’-র শ্যুটিং যাত্রা প্রায় শেষের পথে, তবে ‘পাঠান’-এর শ্যুটিং এখনও বেশ খানিকটা বাকি রয়ে গিয়েছে।
শাহরুখের নতুন ছবি তিন বছরেরও বেশি সময় মুক্তি পায়নি। আরও দুটি নতুন প্রজেক্ট অভিনেতার হাতে রয়েছে। দীপিকা পাডুকোন ও জন আব্রাহামও মুম্বইতে ‘পাঠান’-এর শ্যুটিং পর্বে কিং খানের সঙ্গে যোগ দিতে চলেছেন। স্পেন রওনা দেবেন নায়ক-নায়িকা-ভিলেন মুম্বাইয়ের শ্যুটিং শেষ হলেই।
শাহরুখ-দীপিকাকেই সেই ছবিতেও একসঙ্গে দেখা যাবে। ২০২২এর অনেকটা সময় শ্যুটিং ফ্লোরেই কাটাবেন কিং খান করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে।
- Advertisement -
- Advertisement -