- Advertisement -
নাট্য নির্মাতা ও অভিনেতা শামীম জামান বর্তমান সময়ে শিল্পীদের মূল্যায়ন ঠিকমতো হচ্ছে না বলে মনে করেন। শুধু ঘুরে ফিরে তারাই পাচ্ছেন বর্তমান সময়ের যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি বলেন। এখন কোনো ক্যারেক্টার আর্টিস্ট পুরস্কার পান না এমন অভিযোগ করে তিনি আরও বলেন।
- Advertisement -
- Advertisement -
সবাই তার মধ্যে ধাবিত হয় নক্ষত্রের মধ্যে একটা বড় নক্ষত্র থাকে। মূল্যায়ন করা উচিত বলেও মনে করেন তিনি কিন্তু অনেক নক্ষত্র থাকে তাদেরও। একই ধরনের শিল্পীরা অ্যাওয়ার্ড পাচ্ছেন ঘুরে ফিরে একই ক্যাটাগরি শামীম জামান বলেন।
তাদেরও মূল্যায়ন করা হয় না মঞ্চে কাজ করে অনেকে অভিনয়ে এসেছেন। যারা মঞ্চে অভিনয় শিখে তারপর অভিনয়ে এসেছেন অনেক অভিনয় শিল্পী রয়েছেন তিনি বলেন। পাচ্ছেন না তারা পুরস্কার। তারাও সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চেহারা দেখতে দেখতে পরিচিত অন্যদিকে যারা অভিনয় জানে না। মূল্যায়নটা কি হলো তাহলে কাজের।
- Advertisement -
ঘাটতি আছে বলেও মনে করেন শামীম জামান বর্তমানে শিল্পীদের মূল্যায়ন ও অ্যাওয়ার্ডে দেওয়াতে। কাউকে পুরস্কার দেওয়া হয় বলেও অভিযোগ করেন এই নাট্য নির্মাতা এখন ব্যবসার কথা চিন্তা করে। শিল্প আর ব্যবসা আলাদা তিনি জানান।
অনেক টাকা ইনকাম করার সুযোগ তার ছিল বলেও উল্লেখ করেন শামীম জামান যদি ব্যবসার চিন্তা করতেন তাহলে। আমরা শিল্প করতে এসেছি ব্যবসা করতে নয় এসময় তিনি আরও বলেন।
অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন নাট্য নির্মাতা ও অভিনেতা শামীম জামান।
- Advertisement -