- Advertisement -
২৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় সিডনির একটি হাসপাতালে যান করোনা আক্রান্ত হয়ে ঢাকাই সিনেমার দর্শকনন্দিত অভিনেত্রী শাবনূর। করোনা পজিটিভ আসে টেস্ট করালে।তিনি ২৯ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন শরীর দুর্বল হয়ে পড়লে।
- Advertisement -
- Advertisement -
একমাত্র ছেলে আইজান নেহানও করোনায় আক্রান্ত হন চিত্রনায়িকা শাবনূর হাসপাতালে ভর্তির দুদিন পর। মা শাবনূরের মন হাসপাতালে টিকছিল না বাসায় ছেলে করোনা আক্রান্ত হওয়ায়। বাসায় ফিরেছেন এই অভিনেত্রী তাই হাসপাতাল ছেড়ে।
আইজানের জন্মদিন ছিল এর আগে গেল ২৯ ডিসেম্বর। জন্মদিন পালন করতে পারেননি শাবনূর সেসময় ছেলের। বেশ মন খারাপ ছিল তার এ নিয়ে। বেশ ভেঙে পড়েছেন তিনি ছেলের করোনা আক্রান্ত হওয়ার খবরে।
- Advertisement -
তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে শাবনূর গণমাধ্যমে জানান। দুর্বলতা যায়নি কিন্তু এখনো। এই কয় দিনে আরও উন্নতি হতো হাসপাতালে থাকলে হয়তো। হাসপাতালে থাকতে পারলাম না অসুস্থ ছেলেকে বাসায় একা রেখে। ছেলে আইসোলেশনে রয়েছেন বাসায় এসে মা। মনে বেশ শান্তি লাগছে সন্তানের কাছে এসে।
- Advertisement -