- Advertisement -
একুশে পদক ২০২২ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এ বছর ২৪ জন বিশিষ্ট নাগরিককে। একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
একুশে পদক পাচ্ছেন আফজাল হোসেন এ বছর অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য।
আফজাল হোসেন বলেন, আমি খুবই আনন্দিত পদকপ্রাপ্তির পর সংবাদমাধ্যমকে নিজের অনুভূতি জানিয়ে। দীর্ঘদিন কাজ করছি সবাই অভিনন্দন জানাচ্ছে। অনুভূতিটাই অন্যরকম কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার। করে যেতে চাই আরও কাজ।
বেশ আনন্দিত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এদিকে আফজাল হোসেন রাষ্ট্রের অন্যতম এই পুরস্কারে ভূষিত হওয়ায়। আফজাল হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ‘কিং খান’ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কিংবদন্তি।
গুণী অভিনয় শিল্পী আফজাল হোসেন এ বছর একুশে পদক পাচ্ছেন পোস্টে শাকিব খান লিখেন, আমাদের অগ্রজ। দেশের প্রতিটি অভিনেতার জন্য বিশেষ উদযাপনের অভিনয়কলায় তার এই প্রাপ্তি নিঃসন্দেহে। আফজাল হোসেন আমাদের মাঝে আরও দীর্ঘদিন কাজ করুন ব্যক্তিগতভাবে চাইব, প্রিয় ব্যক্তিত্ব ও পরম শ্রদ্ধেয়। দুর্দান্ত কাজ দেখতে মুখিয়ে থাকব আগামী দিনে তার।
- Advertisement -
- Advertisement -
অভিনন্দন জানাই বাকি ২৩ গুণী মানুষকেও একুশে পদক প্রাপ্তিতে তাকেসহ।
- Advertisement -
I have read your article carefully and I agree with you very much. This has provided a great help for my thesis writing, and I will seriously improve it. However, I don’t know much about a certain place. Can you help me? https://www.gate.io/zh/signup/XwNAU
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/es/register?ref=V3MG69RO
Thank you very much for sharing, I learned a lot from your article. Very cool. Thanks. nimabi
tadalafil pah
শাকিবের উচ্ছ্বাস আফজাল হোসেনকে নিয়ে – winpaid