- Advertisement -
জানুয়ারিতে শুরু হয়েও করোনার কারণে তা পেছাতে হয়েছিল করণ জোহারের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনীর শুটিং।
জোরদার চলছিল ছবিটির প্রস্তুতি এই ছবিটিতে রণবীর আলিয়াকে জুটি হিসেবে দেখতে চলেছেন তাদের ভক্ত অনুরাগীরা।
তবে সব আয়োজনের বাঁধা হয়ে দাড়ায় ওমিক্রন পরিকল্পনা অনুযায়ী ফিল্ম সিটির রিলায়েন্স স্টুডিওতে সিনেমার সেটের আয়োজন করা হয়েছিল।
টিং শিডিউল ধরা হয়েছে ১২ দিনের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং তবে ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী ফের শুরু হবে ছবিটির শুটিং।
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া বচ্চন,শাবানা আজমি এবং ধর্মেন্দ্রকে সিনেমাটিতে আলিয়া,রণবীর সিংসহ। বেশ কয়েকটি দৃশ্য এবং গানের শুটিং হবে, ২ তারিখ থেকে।
শাবানা আজমিকে আলিয়ার পরিবারের সদস্য হিসেবে অভিনয় করতে দেখা যাবে ধর্মেন্দ্র ও জয়া ব্চ্চনকে রণবীরের পরিবারের সদস্য। চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকে এতে আরো অভিনয় করতে দেখা যাবে।
- Advertisement -
- Advertisement -
করণ জোহারের কামব্যাক ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২২ সালে মুক্তি শশাঙ্ক খৈতান ও সুমিত রায় ঈশিতা মৈত্র ছবিটির গল্প লিখেছেন।
- Advertisement -