- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- অতিরিক্ত গতিতে বড় গাড়ি ওভারটেক করবেন না।
সবাই তাড়াহুড়া মাঝে থাকবে সুতরাং সচেতন থাকবেন।- ওভারটেক করার সময় হর্ন বা সিগনাল দিন। ড্রাইভার বা হেলপারের সিগনাল দেওয়ার পর ওভারটেক করুন।
- বড় গাড়ি একদম পিছনে থাকবেন না। এতে করে ড্রাইভার বা হেলপার আপনাকে দেখতে পারবেন না।
- হুট করে ডানে বামে যাবেন না। নির্দিষ্ট লেনে বাইক চালান।
- Advertisement -
- দাড়ানো বড় গাড়ির একদম পিছনে দাড়াবেন না।
কারণ বড় গাড়ি সামনে যাওয়ার সময় পিছনে যায়।
সুতরাং একটু যায়গা নিয়ে দাড়াবেন।
- অতিরিক্ত ব্যাগ বহন করবেন না, এতে আপনার ব্যালেন্স হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
- সব সময় চেষ্টা করবেন নিজের কাধ ফ্রি রেখে বাইক চালাতে।
- দূরের রাস্তায় যাওয়ার আগে অবশ্যই বাইক ভালো করে চেকআপ করে নিবেন।
- সব সময় মাথা ঠান্ডা রেখে বাইক চালাবেন।
সাবধানে বাইক চালান। কখনো না ফেরের থেকে একটু দেরিতে ফেরা অনেক ভালো।
★রাতে ঈদ সামনে রেখে চোর,ডাকাত,অপরাধী চক্র সক্রিয়ে,বেশী রাতে চলাফেরা করবেন না,প্রয়োজনে গ্রুপ ধরে যান।
★শিয়াল,কুকুর,বিড়াল,বা কোন প্রানী দেখলে বাইক বা যানবাহনের গতি কমিয়ে দিব,এই প্রানী গুলো আপনার বাইকের সাথে এক্সিডেন্ট হলে, যার পরিনাম ভয়াবহ,হতে পারে,তাদের শরীল অনেকটা রাবার টাইপের চাকার সাথে জড়িয়ে যায়।
★একটু অসতর্কতার জন্য,একটি দূঘটর্টনা পুরো পরিবারের কান্না,একটি ঈদ নয়,সারাজীবনের তার ফল ভোগ করতে হতে পারে।
★কম খরচে,ভিড় এড়াতে অনেকে বাইকে বাড়ি ফিরবেন,ক্লান্ত হয়ে গেলে,আপনার সাথের ব্যাক্তিকে গাড়ি চালাতে দিবেন না,কারণ আপনার ব্যবহৃত জিনিস,আপনি ভালভাবে জানবেন সেটা কিভাবে নিয়ন্ত্রন হবে,প্রয়োজনে যাএা বিরতি করুন।
- Advertisement -