এই বছর ২০২২সালের যাকাত নিয়ে তথ্যঃ
▶️নগদ ৪২হাজার টাকা আপনার কাছে থাকলেই আপনার জন্য যাকাত ফরজ
▶️নগদ ৪২ হাজার টাকা জমা থাকলেই (১০৫০) টাকা যাকাত দিতে হবে।
▶️রুপার ভরি-৮০০ টাকা। ২.৫% প্রতি ভরির যাকাত আসে-২০ টাকা।
▶️১ লাখে-২৫০০ টাকা যাকাত দেবেন
আজ ২২ ক্যারেট স্বর্নের বাজার মুল্য- ৭৮,০০০ টাকা। ২০% বাদে বিক্রয় মুল্য -৬২,৪০০ টাকা।২.৫% যাকাত-১৫৭০ টাকা।
▶️প্রতি ভরি যাকাত ১৫৭০ টাকা।
আনুমানিক যেদিন যাকাত হিসাব করবেন সেদিনের দাম দেখে নিবেন গোল্ড এর।কারণ স্বর্নের দাম সবসময় উঠা নামা করে।
▶️আপনার যত ভরি সোনা আছে, সেখান থেকে সাড়ে সাত ভরি বা ৮৫ তোলার অতিরিক্ত যদি থাকে, তাহলে সম্পূর্ণ সোনার যাকাত দিতে হবে। শুধু অতিরিক্তটার নয়।
▶️আপনার কাছে ১৫ ভরি থাকলে ১৫ ভরিই জাকাত দেবেন, পুরাটারই জাকাত দিতে হবে। আপনি সাড়ে সাত ভরি বাদে যাকাত দেবেন, এ কথা শুদ্ধ নয়।
আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করুক সকল কে🌺