সেই ২০০৮ সালের পর আর ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ওঠেনি মোহামেডানের ঘরে। এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। এবার ঢাকা লিগ জিততে পঞ্চ পাণ্ডবের তিন পাণ্ডব- সাকিব, মুশফিক এবং রিয়াদের সঙ্গে তারা দলে টেনেছে তাসকিন, সৌম্য, মেহেদি হাসান মিরাজসহ অনেক তারকা ক্রিকেটারকে।
সাকিব ও মুশফিকও কায়মনোবাক্যে চাচ্ছেন এবার ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটিকে লিগ শিরোপা উপহার দেয়া।আজ রোববার সন্ধ্যায় বনানীর এক পাঁচ-তারকা হোটেলে সাদা-কালোদের জার্সি উন্মোচনে অনুষ্ঠানে মোহামেডানের এবারের অধিনায়ক ঘোষণা করা হয়েছে মুশফিকুর রহিমকে।
মুশফিক, সাকিব এবং রিয়াদ যখন দক্ষিণ আফ্রিকায় থাকবেন, তখন দলের নেতৃত্ব দেবেন শুভাগত হোম। সাংবাদিকদের সাথে আলাপে এ কথা জানিয়েছেন মুশফিক।
এ সময় মুশফিক বলেন, ‘অনেক ভেবে-চিন্তে আমাদের সাথে কথা বলেই এবার দল সাজানো হয়েছে। আশা করছি আমরা এবার মোহামেডানকে শিরোপা উপহার দিতে পারবো। সাকিব বলেছেন, ইনশাল্লাহ ভাল কিছু করার চেষ্টা করবো।’
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/ph/register?ref=IJFGOAID