- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
পড়বো আমরা রাজার বেশ,
আকাশ ভরা আশা,
এথায় আছে মধুর সূর,
বাংলা মোর ভাষা।
বাংলা নিয়ে গর্ব মোর,
লাখো সেনার দান!
ভাষার লাগি দিতেই পারি,
মোদের ছোট জান।
সবুজ বনে রক্ত মাখা
পেটের ছানা মরা!
রক্ত যেথা ঝরেছে বেশি
বাধ সাধবে সরা?
অ আ ও ক খ আমাদের যা
বাংলা কথা গুলি,
ছোট্ট থেকে বড় সবই
সবার মুখে বুলি।
সরল সোজা বাঙালি সব
মনবলটা বেশি,
গর্ব করে বলতে পারি,
মোরা বাংলাদেশী।
Writen by Abu Hanif Biplab
- Advertisement -