” যুগ যুগান্তর পেরিয়ে তুমি যখন হবে বৃদ্ধ আড় চোখে দেখো আমি তখনো তোমাতেই মগ্ন। “
সবাই যখন নতুনের ঝলকে শুধু শ্রদ্ধা জানতে তোমায় স্মরণ করবে একটু ঢোক গিলে মনে করার চেষ্টা করে নিও আমি তখনো যুবক মেসির এপাশ ওপাশ কাটিয়ে ডিফেন্স ভাঙার মন্ত্রে আবদ্ধ।
ঐ পুরনো বেড়ার চা এর দোকান টা আরে আমরা যেখানে স্কুল যাওয়ার আগে ঝগড়া করতাম সেটা পরিবর্তন হয়ে হইতো কফি ক্যাফে হবে আর প্রজন্ম মুগ্ধ থাকবে নতুনের হটাৎ একটা দূরপাল্লার গোলে, তুমি কষ্ট করে তোমার ক্লান্ত চোখ গুলো বন্ধ করে মনে করার চেষ্টা করে নিও দেখবে আমি তখনো তোমার মিলনার কে নাটমেগ কিংবা লিভারপুলের ফ্রিকিক শটের নেশায় বিভোর।
তখন হয়তো সবাই বিশাল বড়ো স্ক্রিনে তাদের প্রজন্মের হিরো কে উন্মাদের মতো ভালোবাসবে।
তুমি একবার না হয় ইনস্টাগ্রাম খুলে পিছনের দিনে ফিরে এসে আমার প্রতিদিনের করা তোমায় ম্যাসেজ গুলো তে মন বুলিয়ে নিও।
তোমারই মতো বল ইনসুইং চেষ্টা করা এক বালক একদিন অনেক বৃদ্ধ হবে, কখনো তার পরিচিত খেলার মাঠে গিয়ে আফসোস করবে আর বলবে এখন আর দৌড়াতে পারি না বলবে মেসির মতো একবার ইনসুইং মারার চেষ্টা আমার পা আর করে না , তুমিও হইতো কোনো এক নামি হোটেল বা নিজেরই বাড়ির আরামের চেয়ারে বসে ভাববে এখন আর স্টেডিয়াম মেসি মেসি করে না।
দুজনেই একবার বড় নিঃশ্বাস নেবো আর আকাশের দিকে তাকিয়ে অনুভব করবো আমরা এখনো আছি … একই আবেগে, একই স্বভাবে, শুধু বয়স ক্ষমতা কেড়ে নিয়েছে …
জানো হিরো!
উপরওয়ালার কি স্ট্রেটিজি।
একদিন তোমার আমার চুল পাকবে, তুমি খেলা থামিয়ে দেবে আর আমি কলম, কিন্তু তোমার আমার প্রতি অজানা ভালোবাসো আর আমার তোমার প্রতি জানা উন্মাদ প্রেমের পৃষ্ঠা শেষ হবে না।
হা হা হা,
এখনকার মতোই তখন আমায় বলবে বুড়ি পাগল নাকি সারাদিন কোন আমলের এক মেসি নিয়ে বিড়বিড় করে সারাদিন।
আর তোমায় বলবে মেসির যুগে মেসি সেরা ছিল এখন দাদু অন্য কথা চলবে ।
তুমি একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবেগ দিয়ে পিছনে রিভাইন করে প্লিজ এসো আমার কাছে।
দেখবে একটি বুড়ো অগুণিত ডাইরি নিয়ে তোমায় নিয়ে লেখা বছরের পর বছর অনুভূতি জমা করেছে।
দেখবে সেই বুড়ো টা পৃষ্ঠা গুলো যত্নে রেখেছে। ।
দেখবে হলুদ পাতার লেপটে যাওয়া কালি গুলো তখনো উজ্জ্বল ভাবে তোমায় খুঁজছে।
প্লিজ ডাইরির শেষ পাতায় একবার চোখ বুলিও দেখবে তোমায় একবার ছুঁয়ে দেখার জন্যে বুড়ো চোখের জলের দাগ দিয়ে পৃষ্ঠা ভরিয়ে গিয়েছে।
একদিন তুমি আমি দুজনই সমাপ্ত হয়ে যাবো।
রয়ে যাবে তোমার মহৎ ফুটবল আর আমার তোমায় নিয়ে লেখা ক্ষুদ্র এই আবেগ…………..
একবার দেখে যেও ডাইরির যেকোনো পাতা শুধু একবার, তুমি বুঝে যাবে বুড়ি টা তোমায় সামনাসামনি একবার বলতে চেয়েছিল : আমি তোমায় ভালোবাসি লিও….. ❤️
–আবু হানিফ বিপ্লব