একটা ফুটবল ক্যারিয়ারে বাইরেও তিনি শিখতে পারার বই।
একটা ফুটবল এর বাইরে তিনি দূরে থেকেও কাছের বন্ধু।
একটা আস্ত জীবনে তিনি গোটা একটা লাইব্রেরী।
তিনি যখন হেরে যান মানুষ মিমস তৈরি করে কটুকথা গুলো পেপারের হেড লাইন হয়।
ঠিক এই জিনিষ গুলোই তার পরের চ্যালেঞ্জ টা লড়াই করার একটা প্রতিজ্ঞা হয়ে যায়।
তিনি প্রত্যেক টা হার থেকে শিক্ষা নেন ততগুলো ম্যাচ জিতে যতটা না উল্লাস করতে করতে বাড়ি যান।
তিনি প্রতিটা ব্যর্থ তা তে কাউকে দোষ না দিয়ে নিজেই নিজের ভুল খুঁজতে থাকেন। না হলে সেরা একজন মানুষ অহংকার না করেই বলেন আমাকে পেনাল্টি তে আরো মনোযোগী হতে হবে পরিশ্রম করতে হবে।
তিনি উদার।
প্রত্যেকটা জয় সেরা কন্ট্রিবিউশন দিয়ে বলেন আমার দল জিতেছে। আমরা জিতেছি। আমাদের ফ্যান জিতেছে। আমরা একসাথে জিতেছি।
তিনি নম্র।
প্রতিটা খারাপ কথা হেসে হজম করেন রাগ নই সেখান থেকে ভুল বুঝে নিয়ে শিখে পরের দিন গোল করে ভুল ঠিক করেন।
তিনি স্নিগ্ধ।
বাচ্চা দের মন রাখা আর দানি দের মতো উজাড় করে সব দেওয়া এক অদ্ভুত সৃষ্টি ভগবানের।
ঐ যে প্রথমে বললাম গোটা একটা জীবনের পারফেক্ট লাইব্রেরী।
আপনি যেকোনো শিশু কে মেসির সাথে পরিচয় করিয়ে দিন। জানি না ফুটবলার হবে কিনা। অতো টাকা ইনকাম করবে কিনা। এতো গ্ল্যামার আসবে কিনা। তবে এটুকু বলতে পারি আপনার শিশু একটা দারুন ব্যক্তিত্ব পাবে শিখবে একটা সৎ মানুষ কেমন হয়। একটা অসাধারন মানুষ কেমন হয়।
মেসি দেখা মানেই সেরা ফুটবলার হওয়া নই।
মেসি দেখা মানে প্রায় গোটা জীবন উপলব্ধি করা যায়।
এটলিস্ট ভালো মানুষ হওয়া যায়।
ভাগ্যিস মেসি কে আমার জেনারেশন পেয়েছি। ❤️
Wow
Good post
Love
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/bg/register?ref=WTOZ531Y