25.1 C
New York
Sunday, June 11, 2023

মেসি, এক আবেগের নাম

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

এই ক্লান্ত শহরে আপনার ভালোবাসা লড়াই করছে।

- Advertisement -

এই চাহিদার চাদরে আপনার ভালো লাগা টি আজ সমাপ্ত প্রায়।

স্বার্থপরতার ভিড়ে আপনার প্রেম কত অসহায়। ফ্যাকাসে আপনার প্রিয় ভালোবাসা।

কখনো দারিদ্রতা খাবলা মেরে আপনার সুন্দর সাজানো স্বপ্ন নিমিষে ভেঙে তছনছ। কখনো বা, স্বার্থ হাসিল হলেই আপনার দুদিনের প্রেম অচেনা, কখনো বা বেকারত্বের রাগ আপনার কাছ থেকে চলে যায় সুন্দর দিন গুলো যেগুলো দেখে আপনি হাসতে শিখেছিলেন,স্বপ্ন কে ধন্যবাদ বলেছিলেন।

কিন্তু আজ নেই কেন?
আপনাকে বিশ্লেষণ করতে দিলে আপনি না পেরে মদ,বিড়ি, সিগারেট, গাজা, মাদকের দারস্ত হন, আপনি সব উত্তর কে ব্যাগে চাপা দিয়ে বলেন, স্বর্গ রে ভাই স্বর্গ এগুলো। এই আপন আর সব যেন স্বার্থপর মিছে, এসব ভালোবাসা বলে কিছু হয় না বলে গালাগালি তে প্রেম, নামক শব্দ টিকে নোংরা করছেন, তখনি হইত আপনার হতাসার মাঝে একটি ফোটা চোখের জল আপনাকে প্রশ্ন করে যায়, আসলেই কি সত্যি কারের প্রেম, ভালোবাসা বলে কিছু হয়?

হ্যা ভাই,

আমি আপনাকে হইতো স্বর্গের ভগবান সামনে এনে দেখাতে না পারলেও একটা সলিড আর সত্যিকারের ভালোবাসা দেখাতে সক্ষম।

হ্যাঁ সঠিক পড়েছেন। আমি সক্ষম।

আপনি হইত জানেন না আপ্রাণ চাওয়া, আর ভালোবাসা কত সুন্দর, ভালোবাসা কত স্নিগ্ধ,
প্রেম কত মধুর, যাকে আপনি নেশাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত গালাগাল দিয়ে আঙুল তুলে যাচ্ছেন,

আসুন আপনাকে আঙুল সরিয়ে দিয়ে একটা ভালোবাসা কে পরিচয় করিয়ে দি।

আসুন কিছু মিনিট ব্যায় করে আজ একটা দুর্দান্ত ভালোবাসার মুখোমুখি করিয়ে দি।
আসুন আপনার ভালোবাসা সম্পর্কে ধারণা টাই বদলে দি।

আপনি জানেন আজকের এই দম্পতি প্রেম কাহিনী আজকের বিশ্ব কে অবাক করে তোলে ।

                

আজকের এই গ্লেমারের যে সাফল্য দেখছেন একসময় এদের কাছে এত টা ক্ষমতা ছিল না যে ভালো উপহার একে অপরকে দিয়ে ভালোবাসা টি উৎযাপন করবে।

শুধু ছিল ভালোবাসি বলে সরল চাহিদা।

তাদের কাছে ছিল না বিশাল সময় যে তারা একে অপরকে সব সময় দেখবে আর প্রেম বিনিময় করবে, তবে তাদের কাছে ছিল দৃঢ় বিশ্বাস, যা ছেলে টি স্পেন আর মেয়ে টি আর্জেন্টিনা, ইউরোপ আর ল্যাটিন আমেরিকা সমান বিশাল দুরত্বে ও ভাঙতে পারে নি।। আপনার যা বাড়ি র সামনের প্রতিদিন দেখা প্রেম টি ভেঙে যাচ্ছে।।

তাদের কাছে আপনার মত বিশাল রেস্তরাঁ তে বসে রিং পরিয়ে I love you বলার সুযোগ ছিল না।
কিন্তু ছেলে টি এত দুরত্বে থেকেও তাকে প্রতিদিন মিস করতো, তেমনি মেয়ে টি, দুর্ভাগ্য দেখা হত না।
তবুও তাদের ভালোবাসা তত টা মজবুদ ছিল একদিন এক হবে সেই স্বপ্নের শক্ত মশলা তে ডালাই করা ছিল তাদের বিগত দিন।।

তাদের কাছে ছিল না প্রতিদিন ম্যাসেজ,বা ভয়েস ম্যাসেজ পাঠিয়ে আমি মিস করছি বলে করা পাগলামি, কিন্তু ছিল, ছেলে টির ফুটবল ছুটি পেলেই আর্জেন্টিনা তে এসে লুকিয়ে মেয়ে টি কে ফলো করার উন্মাদনা।।

তাদের দিন কাটতো একদিন একসাথে হয়ে চুল পাকা ও মৃত্যু অব্দি থাকবে। কিন্তু আমাদের প্রেমে থাকে দুমিনিট পর পর fb wp এছাড়া ব্লক, করে না চেনার ভান। একে অপরের চলে ইগো র লড়াই।

তারা ও স্বপ্ন সাজিয়েছিল যখন তাদের কিছুই ছিল না। বিশ্বাস করেছিল। যখন ছেলে টি ছিল বেকারেত্বের লিস্ট এর অন্যতম একজন।

আমরা তো রসালো প্রেমে ছেলের বাইক বা মেয়ের বাবার প্রফেশন এর উপরে নজর থাকে।।🙂
হ্যাঁ এটাই বাস্তব ।

তারা সবচেয়ে বেশী ভালোবেসে ছিল তাদের অক্ষমতার দিনে, তাদের লড়াই এর দিনে।

মেয়ে টি খুব ভালো জানতো ছেলে টি হরমোন রোগে আক্রান্ত, তবুও তার ভালোবাসা এত টুকু কমে নি, আর আজকাল মানিব্যাগ পাতলা হলে প্রেম ও সমানুপাতিক ভাবে পাতলা হতে থাকে।

তারা সব থেকে বেশী কাছে ছিলো তাদের না থাকার দিনে। পাশে ছিলো যখন একে ওপরে শূন্য থেকে শুরু করেছিল।

আজ আপনাকে পরিচয় করালাম সেই ভালোবাসার সাথে যাদের আমি আপনি কুর্ণিশ করতে বাধ্য। যারা ভালোবাসার ডেফিনেশন টাকে নাম দিয়েছে লিয়নেল্লা।

লিওনেল মেসি আর আন্তোনেল্লা রোকুজ্জা নামক গ্লেমারের সাথে আপনার এই পরিচয় অনেক শিখিয়ে দেবে।
যারা এক সময়ে নিজেদের লড়াই এ বাঁচিয়ে রেখেছিল একটুকরো প্রেম।

স্বার্থপরতা, অবিশ্বাস কে বুড়ো আঙুল দেখিয়ে।

আপনি মদ ,গাজা খেয়ে ভালোবাসা টি কে গালি দেন।৷ তাহলে এখন থেকে সত্য আর সলিড প্রেমের সন্মান ও দিতে শিখবেন।।

আপনি আজ যা দেখছেন সেটা সাময়িক,কিন্ত এরা চলে যাওয়া কালে যা ছিল সেটা বাস্তবিক, আর আমার আপনার মত মানুষ যারা ভালোবাসা কে গালাগাল করি তাদের জন্যে পারফেক্ট উদাহরণ।।

আপনার গালাগালি কে কেন এত হাইলাইড করছি। আপনি যে ভালোবাসা কে গালি দিচ্ছেন, সে ভালবাসা যুক্ত ভালো মানুষ গুলো আজ তাদের ভালবাসার দিনে কত দুঃস্থ দের মুখে দু মুঠো ভাত তুলে দিচ্ছে।। নিজেকে হইত লিওনেল মেসির মত ভালবাসা না পেতে পারেন, কিন্তু অসহায় দের ভালবেসে দিতে পারেন সাহায্য, অন্তত মদ গাজা সিগারেট এর টাকা নষ্ট করার থেকে বহু গুন ভালো।

ভালবাসা তে সন্মান বাড়ে যদি বাসা যায়।। সঠিক ভাবে নেওয়া যায়।। দাদা করে দেখুন ভালো লাগে।। সত্যি লাগে ভালো।

সব বাধা পেড়িয়ে যখন তারা একে অপরের প্রতিষ্ঠিত ছিল তখনো তারা বিবাহে আবদ্ধ না হয়ে নিজেদের প্রেম কে আরো বেশী সময় দিয়ে বুঝিয়েছিল, ভালোবাসা খারাপ হয় না খারাপ হয় সময়, আর সুযোগ বুঝে পালটি খাওয়া মানুষ গুলো, অসহায় মানুষ এর প্রেমেকে রাস্তা করে উপড়ে উঠে যাওয়া স্বার্থপর মানুষ গুলো। প্রেম খারাপ হয় না, খারাপ হয় শারিরীক চাহিদা মিঠানোর রেসে নামা মানুষিক মানুষ গুলো।

আর আপনি না যেনে নিজেকে নেশাগ্রস্ত করে শুধু এই বলেন,, ধ্যার বাল ভালোবাসা বলে কিছু হয় না।।
ভালোবাসা র প্রকারভেদ হইত আপনি জানেন না। তাই রাগে তোপে গালাগালি টা দিয়ে নিজেকে শেষ করে দেন।। কিন্তু বাঁচুন একজন মেসির মত সরল প্রেমিক হয়ে, বাঁচুন এন্তোর মত মনের মানুষ এর প্রেমিকা হয়ে। বুঝবেন ভালবাসা কত স্নিগ্ধ।।

যতদিন না এমন লিও বা একজন এ ন্তো খুঁজে পাবেন থাকুন না আমার মত (লিও আকাশ) সিংেল। ভালবাসুন এমন কাপেল কে, সন্মান করুন, ভালো বাসুন এমন কাজ গুলো কে, ভালবাসুন ভালোবাসা কে, অপেক্ষা করুন পেলে আপনি সাম্লে রাখবেন, না পেলে ভালো কাজ কে ভালবাসুন, একদিন ঠিক আসবে রিয়েলাইজ করবেন। হ্যাঁ একটি ছেলে লিখেছিল আমি পোষ্ট এ পরেছিলাম, সত্যি ভালোবাসা খুব সুন্দর।

আজকের এই ভালোবাসার দিনে এই মানুষ গুলো কে মনে করিয়ে দেওয়া আমার চেষ্টা ছিলো।
সেদিন মেসির খারাপ দিনে একটা আন্ত ছিলো।
আজ মেসির সাফল্যের দিনে সেই আন্ত আছে।
আর তাদের এটি প্রাপ্য।

ভ্যালেন্টইন্স এর দিন হয় না ।
মেসি আন্ত রা এটা প্রতিনিয়ত প্রমাণ করে।

সারাটা জীবন এভাবেই একে অপরের সুখে দুঃখে পাশে থেকো ও পরিপূরক হয়ে থেকো।

writen by Abu Hanif Biplab

- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,803FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page

Page 1

You are visiting this page for the 1st time.

Page: 1