- Advertisement -
- Advertisement -
- Advertisement -
লক্ষ নেতা ছোট যেথায়
তুমি সেথার সূর্য বাতি।
বাংলা মায়ের শক্তি তুমি
অভাগাদের তুমি সাথী।
- Advertisement -
লক্ষ মনের নেতা তুমি
কোটি তোমার শ্রবণ সাথী।
মরা মানুষ বাঁচে রে তাই,
আজও জ্বলে সুপ্ত বাতি।
মুজিব তুমি মহান নেতা
তব সবে বাসে ভালো।
একাত্তর এর সেই ঘোষণা
এনেছিলো শুভ্র আলো।
চোখের কোণে অশ্রু রেখে
দেখছো তুমি স্বজনের লাশ!
নেতার মতো হালটা ধরে
করছো তুমি ন্যায়েরই চাষ।
হাজার নেতা আসবে-যাবে
তোমার মতো কেউ আসবে না।
এই জনতা তোমায় ছেড়ে
কাউকেই তো ভালো বাসবে না।
স্বরবৃত্ত:৪+৪+৪+৪
শুভ জন্মদিন শেখ মুজিবর রহমান
কলমে আবু হানিফ বিপ্লব
- Advertisement -
Thank you very much for sharing, I learned a lot from your article. Very cool. Thanks. nimabi