- Advertisement -
অসাধারণ অভিনয়ে নিজেই ভেঙেছেন নিজের ছক বলিউডের টপ অভিনেত্রীদের মধ্যে ওপরের সারিতে যার নাম রয়েছে তিনি হলেন দীপিকা।
গেহরাইয়াঁ’ সিনেমার মাধ্যমে প্রথম বার ওটিটিতে পা রাখছেন বড় পর্দার এই অভিনেত্রী শকুন বাত্রা পরিচালিত। পিকার জীবনে রয়েছে তৃতীয় ব্যক্তি এবার এই সিনেমার ব্যাপারে কথা বলতে যেয়ে সংবাদমাধ্যমে পরিচালক বলেন।
দীপিকা তার জীবন নিয়ে সুখী নয় আসলে বাস্তবে না সিনেমার চিত্র্যনাট্যে দেখা যাবে। বিবাহবহির্ভূত সম্পর্কে জীবনে চলার পথে জড়িয়ে যাবে।
‘জটিল সম্পর্কের গল্প অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরছিল সেই সঙ্গে সিনেমা নিয়ে আরও বলেন যে। ভারতীয় সিনেমায় বরাবরই প্রেম ও সম্পর্কের অতিসরলীকরণ করা হয়েছে আরও একটা জিনিস মনে হতো যে। নারী-পুরুষের সম্পর্ককে দেখাতে চেয়েছিলাম চেনা ছকের বাইরে বেরিয়ে। সেটা তুলে ধরতে চেয়েছিলাম শির ভাগ সম্পর্কই যে আসলে সাদা-কালোর বাইরে ধূসর একটা জায়গা।
সিনেমাটি আসন্ন ভালোবাসা দিবসে মাথায় রেখে আমাজন প্রাইমে ১১ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে পরিচালকের মতে দীপিকা ছিল প্রথম পছন্দ। তার পরে বাকি কাস্টিংও ধীরে ধীরে হয়ে যায়।
- Advertisement -
- Advertisement -
যেগুলোর বেশির ভাগই মুক্তি পাবে চলতি বছরে বর্তমানে দীপিকার ঝুলিতে রয়েছে বেশকিছু সিনেমা। শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে ‘পাঠান’ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার এগুলোর মাঝে হলো। রোমান্স করবে এই নায়িকা এ ছাড়া প্রভাসের সঙ্গে বড় পর্দায়।
- Advertisement -