রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খান করোনায় আক্রান্ত হয়েছেন সৃজিত মুখার্জির পর। বর্তমানে কলকাতা আছেন আইরা।
খবরটি জানিয়েছেন মিথিলা নিজেই মেয়ের করোনা আক্রান্ত হওয়ার। মেয়েটার গত তিন দিন জ্বর ছিল দেখে পরীক্ষা করিয়েছিলাম (৬ জানুয়ারি) বৃহস্পতিবার জের ফেসবুকে মিথিলা লেখেন। করোনা পজিটিভ ধরা পড়েছে (৫ জানুয়ারি) বুধবার।এখন বেশ ভালো আছে সে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায়।
মিথিলা জানান কোনো জটিলতা দেখা দেয়নি আইরার। মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন মিথিলা সৃজিত করোনা আক্রান্ত হওয়ার পর। এখন ভালো আছেন সৃজিত। আলাদা থাকছেন এখন সবাই। মিথিলা সেবা করছেন তাদের।
তাহসানকে বিয়ে করেন মিথিলা ৩ আগস্ট ২০০৬ সালের। তাদের বিচ্ছেদ হয় জুলাইয়ে ২০১৭ সালের। আইরা একমাত্র সন্তান তাহসান-মিথিলার। সৃজিত মুখার্জিকে এরপর মিথিলা বিয়ে করেন। ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন তারা ২০১৯ সালের ৬ ডিসেম্বর।
কলকাতায় থাকছেন মিথিলা বিয়ের পর। সঙ্গে করে মেয়েকেও নিয়ে গেছেন। পড়াশোনা করছেন কলকাতার একটি স্কুলে আইরা। সম্পর্ক বেশ ভালো সৃজিতের সঙ্গেও তার।