- Advertisement -
গুঞ্জন সত্য হলো অবশেষে। জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা মা হতে চলেছেন। নেটজনতার অভিনন্দন এ খবর প্রকাশ্যে আসতেই ভক্তশিবিরে উল্লাস।
নিউইয়র্ক সিটির রাস্তায় হাঁটলেন রিহানা সপ্তাহের প্রথম দিনই বয়ফ্রেন্ড এসাপ রকির হাত ধরে মার্কিন সাময়িকী পেজ সিক্সের খবর। শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট সেই ছবিতে রিহানার। শক্ত করে ধরলেন প্রেমিকের হাত বেবি বাম্প সামনে আনলেন রিহানা খোলামেলা পোশাকে নিজের।সেই ছবি ভাইরাল নেটদুনিয়ায়।
এই তারকা জুটি প্রথম সন্তানের অপেক্ষায়। সঙ্গে পরনে ব্লু ডেনিম আর লম্বা হার বেবি বাম্প দৃশ্যমান করলেন রিহানা নিউইয়র্কের শীতল আবহাওয়ায় গোলাপি ওভার কোটের বোতাম খুলে। যত্ন নিচ্ছেন এসাপও বু সন্তানের মায়ের।
- Advertisement -
- Advertisement -
কোনও মন্তব্য করেননি রিহানা গুঞ্জন নিয়ে। আর কোনও গালগল্পের অবকাশ থাকল না এই ছবি প্রকাশের পর।
- Advertisement -