“মা…..❤️❤️❤️
আমাদের মা। আমাদের মা আপনাদের মা নয়, বোন নয়, মাসি-খালাও নয়। কিন্তু আমার মা আপনাদের প্রেমিকা বা স্ত্রীও নয়।
ক
আপনার চোখে আমার মা হবে একজন মানুষ। এবং আপনি যদি না জানেন একজন মানুষকে কিভাবে দেখতে হয় তাহলে আপনি অন্ধ হয়ে যান।
আপনি যদি আমার মাকে জিজ্ঞেস করেন আমাদের ভাইদের কোন ব্যাপারটা সে সবথেকে বেশি ভালোবাসেন তবে মা বলবে ‘আরাফ-ধ্রুব ডাক জিনিশটাকে খুব গুরুত্বের সাথে নেয়’
অর্থাৎ পথে চলতে হাজার হাজার লাখ লাখ মানুষকে কিছু বলে ডাকতে হয় বা ভাবতে হয়। আমরা সাধারণত খালামনি, আপু, মামা, নানু-নানা ডাকি। বিশ্বাস করুন আমরা যা ডাকি তাই ভাবি।
পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটা যদি আমার ভাইকে বলে ‘ভাইয়া, আমাকে একটু এই সাহায্য করুন না’, সেই ডাকটা দাদার কানে যাওয়ার সাথে সাথে আমার দাদা তার দাদা হয়ে যায়। সেই মেয়েটা আমার দাদার সামনে যে কোনো পোশাকে যে কোনো পরিস্থিতিতে বোনই থাকবে। এত বড় কথা বিশ্বাস ছাড়া বলছি না।
আপনি যেই হোন, আপনার মেয়ে বোন আমার পাশে ঘুমাতে পারে, পোশাক বদলাতে পারে, সাতার কাটতে পারে৷ বিশ্বাস করুন, আমার আত্মা মন শরীর সব জানবে সেই মেয়ে আমার বোন, খালামনি, নানু। আপনি বিশ্বাস করুন তার কাপড় বদলাবার সময় সরে যাওয়াই সভ্যতা বলে আমি সরে যাই, না হলে আমার আত্মাকে আমি ততটুকু পবিত্র করে তুলেছি যে না সরে যেয়েও আমার বোনের চোখ ছাড়া সব কিছু তখন অদৃশ্য করতে পারি।
মা আমাদের শিখিয়েছে৷ প্রচন্ডভাবে শিখিয়েছে।
পরিষ্কার ভাষায় আমরা জেনেছি, একজন মানুষের শরীরের টান শুধুই তার ভালোবাসার মানুষের সাথে সম্মতিতে হতে পারে। বাকী পৃথিবীর সমস্ত মেয়ে আমার মানসিক বন্ধু-শত্রু যাই হোক অন্তত প্রেয়সী বা স্ত্রী নয়। সভ্য সমাজে বাস করতে হলে এই সত্য আপনাকে মানতেই হবে৷
যে মানুষ এখনো নৈতিকতা শিখে নাই তাকে আমি আর্ট, স্বাধীনতা, মাতৃরুপ শিখাই কিভাবে।
এমন একটা ছবি মা নিজের প্রোফাইলে দেয়াতে মাকে হাজার হাজার বাজে কথা শুনতে হয়েছে। আমি পড়েছি সেইসব।
আমি এখানে আমার কমেন্টটা করি।
মা, তোমাকে এতো সুন্দর, মায়াবী এর আগে কোনো ছবিতে লাগেনি। এখানে তুমি ঠিক আমার মায়ের মতো। তোমাকে দেখেই যে লাইনটা মাথায় আসছে ‘আলো হাতে চলিয়াছে আঁধারেরও যাত্রী। তুমি কী কেবইলই ছবি?”
মা তুমি এমন থেকো। এমনই। আমি আমরা তোমাকে ঘিরে আছি৷ যদিও তুমি একাই ওয়ান ম্যান আর্মি। আমাদের সাহায্য তোমার লাগে না জানি। কিন্তু তবুও যেনো মা, আমরা তোমাকে ঘিরে আছি!!” ❣️❣️❣️
—আবু হানিফ বিপ্লব
Thank you very much for sharing, I learned a lot from your article. Very cool. Thanks. nimabi