9.6 C
New York
Saturday, December 9, 2023

ভেজাল বাংলাদেশের ভেজাল অবস্থা

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ঢাকা থেকে ইন্সপেক্টর এসেছে গ্রামের একটা
স্কুল পরিদর্শনে, অষ্টম শ্রেণীর কক্ষ
ঢুকলেন;

- Advertisement -

এক ছাত্রকে প্রশ্ন করলেনঃ-
পরিদর্শকঃ আমাদের দেশের রাষ্ট্রপতি কে?
ছাত্রঃ শেখ হাসিনা।

পরিদর্শকঃ আমি তোমাকে জিজ্ঞাসা করেছি
প্রেসিডেন্ট কে?

ছাত্রঃ প্রেসিডেন্ট খালেদা জিয়া।

পরিদর্শকঃ তুমি ক্লাস 8 উঠছো কিভাবে,আমি
তোমার নাম কেটে দেবো।

ছাত্রঃ আমারতো স্কুলের খাতায় নামই নেই,আপনি
কাটবেন কেমনে।

পরিদর্শকঃ নাম নেই মানে…??

ছাত্রঃ আমি স্কুলের মাঠে গরু নিয়া আইছিলাম,
স্যারে কইলো তোরে দশ টাকা দিমু তুই ক্লাসে
আইস্যা বইস্যা থাক।

পরিদর্শকঃ ছিঃ মাষ্টার সাহেব,আপনাদের লজ্জা করেনা, শিক্ষা নিয়া ব্যবসা করেন…?? আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবো।

ক্লাসশিক্ষকঃ আরে আপনি আমাকে বরখাস্ত
করতে পারবেন না, আমি মাষ্টার না সামনে যে মুদি
দোকানটা দেখছেন ঐটা আমার। মাষ্টার সাবে
আমারে কইলো শহর থেকে এক বেটা আইবো, আমি হাটে গেলাম তুই একটু ক্লাস ঘরে যাইয়া বইসা থাকবি।

পরিদর্শক : (রেগে হেড স্যারের রুমে গিয়ে)
আপনি হেড স্যার….??

হেডস্যারঃ জ্বী, কোনো সমস্যা…??

পরিদর্শক : কি করছেন আপনারা এসব, নকল ছাত্র-
শিক্ষক দিয়ে স্কুল চালান…??

হেড স্যার : আমি না, আমার মামা এই স্কুলের হেড
স্যার। উনি জমি কেনা-বেচার দালালী করেন। কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন, আমারে
কইলো ইন্সপেক্টর আইলে এক হাজার টাকার এই
বান্ডেলটা দিয়া দিস।

পরিদর্শকঃ এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন,
আসলে আমিও ইন্সপেক্টর না, আমার দাদা
ইন্সপেক্টর। উনি ঠিকাদারীর কাজও করেন,
টেন্ডার জমা দিতে সিটি কর্পোরেশনে
গেছেন, আমাকে বললেন তুই আমার হয়ে
পরিদর্শন করে আয়।

এই হলো আমাদের দেশের অবস্থা।

- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,912FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page