- Advertisement -
গান তো অনেক আছে বসন্তের আগমনী। খুব কমই শোনা যায় বসন্ত বিদায়ের গান। এবার গান গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা কোনাল এ বিষয়টি সামনে রেখেই।
শাহান কবন্ধ ‘বসন্ত চলে যায়’ শিরোনামের গানটি লিখেছেন। বাপ্পা মজুমদার সুর ও সংগীতায়োজনে। গানটি প্রকাশিত হয়েছে বাপ্পার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
পরীক্ষামূলকভাবে গানটি গাইলাম এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কোনাল বলেন। রয়েছে ভিন্নতা সুর ও সংগীতে। সংগীতায়োজন ওয়েস্টার্ন সংগীতায়োজন ওয়েস্টার্ন। আমাকেও বুঝে গাইতে কষ্ট হয়েছে গানটির সুর-সংগীত করতে গিয়ে বাপ্পাদা অনেক কষ্ট করেছেন। রোবটের মতো দাঁড়িয়ে থেকে গেয়েছি এত কঠিন সুর সংগীতের সঙ্গে মিলিয়ে।
মানুষের অনেক প্রশংসা পাচ্ছি গানটি প্রকাশের পর থেকেই। টেক্সট করছে অনেকেই ছোট্ট এক বাচ্চা গানটি সারা দিন গায় একটি ভিডিও পেয়েছি। বোঝাতে পারব না এটা দেখে আমার এত ভালো লেগেছে।
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
আগেও গান করেছেন বাপ্পার সঙ্গে কোনাল। শ্রোতামহলে দারুণ প্রশংসা পেয়েছে ঘুম জড়ানো’ গানটি।
- Advertisement -