12 C
New York
Sunday, December 3, 2023

বর্তমান সময়ে ঈমান চুরি করার আর কত মাধ্যমে বের হবে?

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

বর্তমান সময়ে ঈমান চুরি করার আর কত মাধ্যমে বের হবে?
সামান্য সময়ের কিছু বাস্তবতা দেখলেই আমরা সেই ব্যক্তির পিছনে দৌড়াতে শুরু করি, কিন্তু প্রকৃত বাস্তবতা বা প্রকৃত সুখ কোথায় রয়েছে সেটার দিকে আমরা দৃষ্টিপাত করিনা।

- Advertisement -

যারা বলে! আগে নিজের পায়ে প্রতিষ্ঠিত হও তারপর বিবাহবন্ধনে আবদ্ধ হও।
তারা কি আল্লাহ তাআলার মনোনীত রীতিনীতিকে পরিবর্তন করতে চাই?
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সালামের রেখে যাওয়া সুন্নতকে ছুঁড়ে ফেলে দিতে চাই?

যারা বলে বয়সের আগে বিয়ে নয়,,
তারা তোমার ইজ্জত কে লুণ্ঠন করে নিতে চায়, তারা সমাজের ভিতর যেনা-ব্যভিচার কুসংস্কার বৃদ্ধি করতে চাই।
18 বছর 21বছর এর আগে দশ বারোটা গার্লফ্রেন্ডের দায়িত্ব নিতে পারো আর একজন স্ত্রীর দায়িত্ব নিতে পারো না।
তোমরা কি শিখতে চাও?


বাস্তবে রুপ দেখিয়ে ভিতরগত ভাবে মানুষের ঈমান কুড়িয়ে নিতে চাও?

আমার নবীকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা কে বিয়ে করেনি ছয় বৎসর বয়সে?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বিয়ে করেনি অল্প বয়সে?
আমিতো প্রত্যক্ষ করে আসছি,, অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়ার মাধ্যমে তারা হালাল সম্পর্কে জড়িত হয়ে তাদের ঈমান রক্ষা হচ্ছে।


ছেলেরা বিবাহ করার মাধ্যমে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারছে,
النكاح نصف الايمان
বিবাহের মাধ্যমে মানুষের ঈমান অর্ধেক পূর্ণাঙ্গ হয়ে যায়,
14 বছর 12 বছর 16 বছর হলেই তো একটা ছেলে আবাসিক হোটেলে গিয়ে টাকা দিয়ে হারাম কাজে লিপ্ত হচ্ছে, তার কোন শারীরিক সমস্যা হচ্ছে না

একটা ছেলে দৈনন্দিন হস্তমৈথুন করে নিজের উত্তেজনাকে থামিয়ে রেখে দৈনন্দিন নিজের উপর টেনে আনছে অকল্যাণ।
তাদের ক্ষেত্রে তোমরা বলবে না যে, কোনো শারীরিক সমস্যা হচ্ছে
আর বিয়ে করে হালাল পন্থায় স্ত্রীর সাথে সম্পর্কে জড়িত হলে তার শারীরিক সমস্যা হবে।

এসব বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে জাহান্নামের পথে ঠেলে দেওয়া হচ্ছে,
দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলিয়ে দেওয়া হচ্ছে,,
কুরআন বলে!


واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى،
যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তবে আখিরাত কে দেয় না

- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,912FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page