এখনকার সময়ের রাজনীতি🙂
স্বচ্ছ রাজনীতির যুগ এটা নয়, এখানে অমক বড় ভাই কি করলো, তমক ভাই কি করছে সেই নিজে সব ব্যাস্ত,,, আর বড় ভাই বা নেতার চামচামি করা তো এখনকার রাজনীতির মুল স্তম্ব,,, যদিও এই কথা গুলো কিছু সুশীল মানুষের গায়ে যেয়ে লাগবে সরাসরি,,, এর ফলে আমি তাদের কাছে পরিনত হবো এক প্রকার বলদের তালিকায়,,, কেউ বা বানিয়ে দেবে বিরোধী দলের মানুষ,৷,,, আমার কথা গুলো তাদের কাছে যুক্তিহীন,,, কিন্তু দিন শেষে আমার কথা গুলোই সত্যি,,, তুমি রাজনীতি করবে না,এর ফলে এক শ্রেণীর কাছে old, backdated etc etc হবে,,, তুমি কোনো বড় ভাই এর চামচামি করবে না, তোমার এলাকায় দাপট কমে যাবে😑
আসলে এই চামচামির দাপট কি আসলেও আমার প্রয়োজন.??
তাহলে তুমি কি সোজা সাপটা একটা মানুষ হয়ে সমাজে চলতে পারো না..?
অবশ্যই পারো, এতো কিছু, অল্প কিছু মানুষের কাছে খারাপ হতে পারো,কিছু মুর্খ্য মানুষের কাছে Old, backdated etc etc হতে পারো,,৷ কিন্তু সত্যি বলতে তুমিই প্রকৃত মানুষ🙂
তোমার প্রয়োজন নেই এই নোংরা রাজনীতির, প্রয়োজন নেই অই সব চামচামির, যা তোমাকে মাথা তুলে সবার সামনে দাড়াতে দেয় না,,
তোমার প্রয়োজন সুস্থ শরীর, সুস্থ মন-মানসিকতা, আর ভালো শিক্ষা(তা পরিবারগত হোক বা প্রাতিষ্ঠানিক)❣️
সমাজে মাথা উচু করে দাড়ানোর জন্য এই গুলোই যথেষ্ট❣️
তোমার কর্মেই মানুষ তোমাকে চিনবে, তার জন্য প্রয়োজন নেই কোনো রাজনৈতিক ছাপ এর,, প্রয়োজন শুধু একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার,,, এমন একজন মানুষ, যে মানুষটাকে আয়নায় দেখলে নিজের প্রতি নিজের গর্ব বোধ হয়🙂
কারণ যদি নিজেকে আয়নায় দেখার শক্তি যদি তোমার না থাকে, দরকার নেই অই লোক দেখানো মামুষের দেওয়া সম্মানের,,, কারণ দিন শেষে তুমি নিজেই জানো যে তুমি কারো কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য নয়, ক্ষমতা আছে বলে মানুষ তোমাকে ভয়ে সম্মান দেয়, ক্ষমতা হারিয়ে ফেললে তোমাকে খুব দ্রুতই নিচে ফেলে দেবে,, যদি কেউ তোমার পিছনেও তোমাকে সম্মান দেয়, তবেই ভেবে নিও তোমার জীবন সত্য🙂
✍️আবু হানিফ বিপ্লব