যে বন্ধুকে খুব রাগের মাথায় লাথি মারলেও
হেসে হেসে বলে “ডান পকেটে মোবাইল হারামী বাম সাইডে মারবি”।
তাকে ভুলেও ছেড়ে দিওনা…বিপদের সময় কাউকে পাওয়া কঠিন.. আর এরা না ডাকলেও চলে আসে..।
যে বান্ধুবীর “মাত্রই করা” নতুন হেয়ারস্টাইল দেয়া চুল হাত দিয়ে নষ্ট করলেও রাগ করে না বরং নিজে উল্টা আরেকটু এলোমেলো করে দিয়ে বলে “হয়েছে ?? খুশি এবার?
কোনো কিছুর বিনিময়েও তাকে ভুলে যেওনা…
ডিজিটাল এই পৃথিবীতে এইরকম আর পাবা না…!!
দিনশেষে তারাই পাশে থাকবে..
তারাই কাছে থাকবি…
নিজের মন উজাড় করে দেওয়া সবাই সারাজীবন থাকে না…,
অথচ খুব বুড়ো বয়সে বাসার বারান্দায় “মনোমুগ্ধকর আড্ডা” দেওয়ার জন্য এরা থেকে যাবে…।
যে চুলে হাত দিয়েছি সেই চুল যখন পেকে যেতে থাকবে বেষ্টুটা তখন আমাকেই আগে জানাবে…!!
তার উৎকন্ঠার সবটুকু আমাকে শোনাবে..!!
ভালবাসা শুধু প্রেম হতে হবে কোথায় লিখা আছে??
ভালবাসা একটা অনুভূতি..ক্ষয় হবে না ,মান রাখতে পারবে, তুমি ঠকবে না বিপদের সময় তারাই পাশে থাকবে।
অমর হয়ে থাকুক এমন বন্ধুত্বের ভালোবাসা। ভালো থাক সবার বন্ধুরা
আসসালামু আলাইকুম।