ফার্স্ট ইয়ারে থাকতে যে বড় ভাইকে দেখতাম ক্যামেরা কাঁধে নিয়ে সুন্দর সুন্দর ছবি তুলছে – সেই ভাইকে ইন্টার্নের পর চাকরির চাপে গত এক বছরে ডিপিই চেঞ্জ করতে দেখি না।
যেই আপু একসময় সবার ক্রাশ ছিলেন – সেই আপুর সুন্দর ঘর সাজানো কিংবা একের পর এক ডিগ্রি নেয়া দেখে আমরা আবারো আনন্দ পাই।
যে ব্যাচমেট বলছিলো তার কোনদিন বিয়ে করার শখ নাই সেও এখন একাধিক গোল্লার বাবা/মা। কি মায়া দিয়ে ঘর সংসার করছে একেকজন।
সমসাময়িক বিষয়ে স্ট্যাটাস দিয়ে ফেসবুক সেলিব্রিটি হয়ে
গেসিলেন যে ভাই – তার আইডি সার্চ দিয়েও খুজে পাই না।
একদিন দেখি হুট করেই বিদেশ চলে গেসেন পিএইচডি করতে।
যে বন্ধুর সাথে প্রতি সপ্তাহে কথা না হলে আমার হাঁসফাঁস লাগতো,সেই বন্ধুর সাথে গত দেড় মাস ধরে কোন কথা হয় না।
হাঁসফাঁসও লাগে না। শুধু মনে একটু খচখচ করে।
আসলে পৃথিবী একটা থিয়েটার – আমরা এই থিয়েটারে একেক সময় একেক চরিত্রের অভিনেতা। সময়ের সাথে সবার প্রায়োরিটি/পরিচয় চেঞ্জ হয়ে যায়। দুনিয়া এগিয়ে যায় – আমিও এগিয়ে যাই। যেতে যেতে মানুষের কারণে অকারনে সময়ের প্রয়োজনে বদলে যাওয়া দেখি।
বদলে যাওয়া মানুষগুলো ভালো থাকুক 😊
writen by Abu Hanif Biplab