- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ভোরের পাখি ডাকছে জোরে
শীতে কাহিল আমি!
মায়ের ঘরে শব্দ হলো
বিছানা ছেড়ে নামি।
সূর্যি মামা উঠেছে জেগে
আবছা আলো দেহে!
পড়ার এহা নাতো সময়
আসবে মা যে ধেয়ে!
ভয়ের চোটে স্তব্ধতা
মায়ের মুখে হাসি,
সুযোগ পেলে ছুটে পালায়
জুটবে মুখে বাসি!
দুপুর কালে ফিরবো যবে
পিঠে লাঠির ছাপ!
কয়েক বার শব্দ হবে
ধমক দেবে বাপ!
সন্ধা বেলা পড়তে বসো
মায়ের এক কথা,
আড্ডা যদি হয় চালুই
আমিই বড় হতা!
Writen by Abu Hanif Biplab
- Advertisement -