17 C
Dhaka
Tuesday, January 18, 2022

প্রথম ছবি প্রকাশ মিমের বিয়ের :-

- Advertisement -

আজ মঙ্গলবার দুপুরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, এনটিভি অনলাইন গতকাল সন্ধ্যা ৬টায় প্রথম জানিয়েছিল।

বিয়ের সেই আনুষ্ঠানিকতার একাধিক ছবি এসেছে এনটিভি অনলাইনের কাছে, যেখানে নবদম্পতিকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছে।রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মিম।

উপস্থিত ছিলেন বলে জানা গেছে বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তাঁর ঘনিষ্ঠজন।


ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় তার পর প্রেম। মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার বর্তমানে সিটি ব্যাংকে।


সিনহা মিম জানান গেল (১০ নভেম্বর) বছর জন্মদিনের সন্ধ্যায় বাগদানের খবর দিয়ে বিদ্যা।

- Advertisement -

মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা, এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি। সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’।

Related Articles

Leave a Comment:

Stay Connected

100FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles