- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
পেটের ক্ষুধা বড় দায়
চোখের ভাজে পানি,
গরীব সব মহীতে পাপী
কষ্ট কিতা জানি!
টেকো চালিয়ে ঘরের আয়
ক্ষুধা বড়ই কালো,
বাঁচার লাগি জীবন চলে
অমোষ ছোট আলো!
করাতি রোজ গাছের কাঠে
চালায় ঘর বেশ,
কাঠুর! যবে গাছ ফুরাবে?
সকল কিছু শেষ!
ক্ষুধা জ্বালা দেহের ক্ষয়
দাওয়া ঘরে বসে,
মুখে কপট হাসির রেশ
আড়ালে পেট কষে!
কষ্ট তবে সবাই করে
পেটের ক্ষুধা বড়,
সময় পেলে খোজের বেশে
হওগো পাশে জড়!
ব্যতিক্রম শব্দার্থ গুলো-
°মহীতে– পৃথিবীতে
°টেকো– চরকা
°অমোষ– সার্থক
°করাতি– করাত দিয়ে কাঠ কাটে যে
°দাওয়া– বারান্দা
°কপট-মিথ্যা
কলমে আবু হানিফ বিপ্লব
- Advertisement -