- Advertisement -
আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১ বিশ্বব্যাপী বক্স অফিস কাঁপিয়েছে তেলেগু তারকা। মুক্তি পায় তেলেগু, মালয়ালাম তামিল, হিন্দি ও কন্নড় ভাষায় গেল বছরের ১৭ ডিসেম্বর সুকুমার পরিচালিত সিনেমাটিএ । বক্স অফিসে থালাপতি বিজয়কে টপকে গেছেন আল্লু অর্জুন এ সিনেমার মাধ্যমে বিশ্বব্যাপী।
সংগ্রহ করেছে এই অ্যাকশন থ্রিলার হিন্দি ভার্সন নিয়ে তেমন প্রত্যাশা না থাকলেও চার সপ্তাহে ৮৪ কোটি রুপি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর। গোল্ডমাইনস টেলিফিল্মসের কর্ণধার মনীশ শাহ এ সিনেমার হিন্দি স্বত্ব কিনেছেন। লাভ করেছেন তিনি আর তাতে বেশ। সমপরিমাণ প্রায় বিনিয়োগের।
‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ সিনেমার হিন্দি স্বত্ব কিনেছেন মনীশ শাহ একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, ২৮ কোটি রুপি দিয়ে। ১১ কোটি রুপি ডিজিটাল প্রযুক্তি, মুক্তিসহ আনুষঙ্গিক খরচ হয়েছে ডাবিং বাবদ তিনি খরচ করেছেন প্রায় ৫ কোটি রুপি। করেছেন ৪৪ কোটি রুপি সে হিসাবে তিনি মোট বিনিয়োগ।
- Advertisement -
- Advertisement -
সবমিলিয়ে ৪০-৪১ কোটি রুপি সংগ্রহ করতে পারে সিনেমাটি, যা দিয়ে সব খরচ পুষিয়ে যাবে পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ সিনেমার পরিবেশকেরা আশা করেছিলেন। ডিজিটাল স্বত্ব বিক্রি করেছেন ১০ কোটি রুপিতে মনীশ শাহ টিভি স্বত্ব বিক্রি করেছেন ৩০ কোটি রুপিতে। নেট সংগ্রহ করেছে ৮০-৮১ কোটি রুপি সিনেমাটির হিন্দি ভার্সন থেকে গোল্ডমাইনস টেলিফিল্মস। প্রায় ৪০ কোটি রুপি মনীশ শাহ লাভ করেছেন।
- Advertisement -