- Advertisement -
মঈন আলী ও ফাফ ডু প্লেসি ডাগ আউটে অপেক্ষা করছিলেন। লিটন দাস ও ইমরুল কায়েস তাদের ব্যাট করার সুযোগই দেননি। ৯ উইকেটের জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুজনের ওপেনিং জুটির নৈপুণ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বৃষ্টি আইনে।
দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইমরুল শেষদিকে লিটন আউট হলেও। ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস ৬২ বলে খেলেন। এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা আর তাতেই ১৬.৩ ওভারে।
প্লেতেই ৪১ রান সংগ্রহ করে কুমিল্লার ব্যাটাররা বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার। মাঠে নামেন অধিনায়ক ইমরুল কায়েস এদিন ওপেনিংয়ে লিটনের সঙ্গে।প্রথম ইমরুলকে ওপেনিংয়ে দেখা গেল পিএলের চলতি আসরে আজই। বোলারদের কোনো সুযোগই দেননি দুই টাইগার ওপেনার চট্টগ্রামের।
ব্যাট করেছেন এমনও না তবে দুজন যে খুব স্বাচ্ছন্দ্যে। নাগাল পাননি চট্টলার ফিল্ডাররা হাওয়ায় ভাসা অনেক বল। এসেছে উইকেটের পেছন থেকে ব্যাটের কানায় লেগে বেশ কিছু রান। ৪৬ রানে জীবন পান লিটন ব্যক্তিগত। উল্টো ছয় বানিয়ে দেন বেনি হাওয়েল নাসুমের বলের বাউন্ডারিতে সহজ ক্যাচ। জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে।
- Advertisement -
- Advertisement -
৫৩ রানের ইনিংস খেলেন লিটন ৩৭ বলে।
- Advertisement -