18.6 C
New York
Tuesday, May 24, 2022

পরিত্যক্ত সিলেট-বরিশাল ম্যাচ মিরপুরে খেলছে বৃষ্টি

দুপুর দেড়টায় খেলা শুরুর কথা ছিল। অন্ধকারে ছেয়ে যায় আকাশ-বাতাস কিন্তু বেলা ১২টার পরই। কালবৈশাখী ঝড় শুরুর আভাস মাঘেই যেন। ম্যাচ শুরুর আগে মিরপুরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু শেষমেশ শঙ্কা পরিণত হয় সত্যিতে।

তখনই পরিত্যক্ত করা হয়েছে ম্যাচ আড়াই ঘন্টা অপেক্ষার পরও যখন বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নে।ম্যাচটি বাতিল করা হয় বিকেল পৌনে চারটায় ম্যাচটি।

প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের বিপিএলের অষ্টম আসরের ১৯তম ম্যাচে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিনের। দুইদল এক পয়েন্ট করে পাবে। ম্যাচ বাতিল হলেও। অখুশিই হবে বরিশাল এ ক্ষেত্রে সিলেট সন্তুষ্ট থাকার কথা হলেও। লক্ষ্য ছিল যে পূর্ণ দুই পয়েন্ট কেননা দুরন্ত ফর্মে থাকা সাকিব বাহিনীর।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে বরিশাল পরিত্যক্ত হওয়ার পর এখন সাত ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে। এক পয়েন্ট পেয়েছে সিলেট অন্যদিকে তিন হারের পর বৃষ্টির কল্যাণে।

পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে তারা তবু মাত্র ৩ পয়েন্ট নিয়ে।

- Advertisement -
- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,327FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles