একলা একা ছাদের উপর শুয়ে শুয়ে আকাশের তারকা গুনছিলাম। আচমকা হঠাৎ করেই আকাশ থেকে একটা পরী নেমে এসে বলল- “ওঠো আরিফ, আমি তোমার নববিবাহিতা বউ!”
আমি ধরাস করে লাফিয়ে উঠে বার কয়েক আয়াতুল কুরসি পড়ে কাঁপা গলায় বললাম – “ভুতপ্রেতে যে বিশ্বাস করি না আমি!”
পরীটা তখন খুটখুট করে হেসে বলল-
“জ্বীনে বিশ্বাস করো?”
“হ্যাঁ করি”
“আমরা সেই জ্বীন জাতির স্ত্রী জাতি!”
আমি তখন কড়া দৃষ্টিতে তাকিয়ে, খানিক চোখ বাঁকিয়ে বললাম-
“ধূরো তা আবার হয় নাকি! তুমি আসলে কেউই নও। আমার হ্যালুসিলেশন হচ্ছে!”
পরীটা তখন ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো। কাছে এসে আমার পাশে বসে হাসতে হাসতে বলল-
“বিশ্বাস না হলে ছুঁয়েই দেখো!”…
আমি কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দিলাম পরীটার নরম তুলতুলে পাখা দু’টোর দিকে!
আরে আসলেই তো, এতো দেখছি সত্যি সত্যি পরী! কি নরম তুলতুলে পাখা, কি কোমল সফট্ স্মুথ পালকগুলো!…
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম-
“আচ্ছা এতো নরম পাখা, ঝড়ের কবোলে পরলে ভেঙে যায় না?”
পরীটা তখন চোখমুখ উঁচিয়ে বীরাঙ্গনা টাইপের একটা ভাব নিয়ে উত্তর দিলো-
“পরখ করেই দেখো!”
আমি সানন্দে পরীটার পাখা দু’টো ভাজ করে পরখ করতে গিয়ে অনুভব করলাম – “আমার পাশে শুয়ে থাকা বিলাইটা ক্যাত করে উঠে বিছানা ছেড়ে দৌড়ে পালালো! ”
[ ইহা মিসকিন জীবনের একটি পরিহাস ]