নিষিদ্ধ নগরী
নিষিদ্ধ নগরী হলো forbidden city চাইনিজ ভাষায় গু গং( Go Gong)
বেইজিং এর ঠিক মাঝখানে উচু প্রাচীরে ঘেরা মিং এবং জিং সম্রাটের প্রাসাদ। বিশাল এক নাগরী। প্রজারা কখনো এই নগরে প্রবেশ করতে পারবে না এমনই কঠিন নিয়ম। এই নগরী প্রজাদের জন্য নিষিদ্ধ বলেই নগরীর নাম নিষিদ্ধ নগরী।
নগরীতে প্রাসাদ সংখ্যা ৮ শত এবং প্রাসাদে কক্ষের সংখ্যা ৮ হাজারেরও বেশি।
এই নগরীর নির্মান কাজ শুরু হয় ১৪০৬ সালে। ২ লক্ষ শ্রমিক ১৪ বছর অমানুষিক পরিশ্রম করে এর নির্মান কাজ শেষ
করে।
এই নগরীর কঠিন পাঁচিল এমনভাবে বানানো হয় যেনো কামানের গুলা তা বেদ করতে না পারে। সম্রাটরা ধরেই নিয়েছিলো তাদের এই কঠিন দেয়াল ভেঙ্গে কেউ কোনদিন এখানে প্রবেশ পারবে না। কিন্তু ব্রিটিশ সৈন্যরা ১৮৬০ সালে এই নিষিদ্ধ নগরী দখল করে নেয়।
সম্রাট শুধু হতবম্ভ হয়ে তাকিয়ে থাকেন।
নিষিদ্ধ নগরীর শেষ সম্রাট পুই কে ১৯১২ সালে সিংহাসন ছাড়তে হয়। এবং এর সাথে নিষিদ্ধ নগরীর কাল শেষ হয়।
নিষিদ্ধ নগরীর শেষ সম্রাটকে নিয়ে একটি মুভি বানানো হয় the last emperor.
চীন সরকারের অনুমতি নিয়ে নিষিদ্ধ নগরীর ভিতরেই মুভিটির শুটিং করা হয়।
লেখা:ইয়ন্তি নিঝুম
সুত্রঃ দেখা না দেখা( হুমায়ুন আহমেদ স্যার)