কুইন্স পার্ক রেঞ্জার্স ম্যাচের শুরু টা আগুনে করেছিলেন নিস্তব্ধে থাকা এই মানুষ টি।
যেখানে ইউনাইটেডে কে পাল্লা দিতে ম্যাচ যেকোনো মূল্যে জিততে হতো।
গোটা সিজেন একের পর এক অদম্য পারফরমেন্স দিয়ে গিয়েছিলেন এই মানুষ টি।
সবাই সামির নাজরির কথা বলে
কেউ বলবে ইডেন জেকো, কিংবা সিলভা, কিংবা বালোটেলি, হয়তোবা কোম্পানির কথা, হইতো জো হার্ট, কোচ ম্যাঁনচিনি র কথা।
একক দক্ষতা ও সাহসিকতা ও নিখুঁত ডেডিকেশন দিয়ে ম্যাচ রক্ষা করতেন তিনি।
আমরা অবশ্যই কুন আগুয়েরোর কৃতিত্ব কখনো ভুলবো না কিন্তু জাবেলাইতা নামক এই মানুষ টি ছিলেন অন্যতম আর্জেন্টাইন ম্যাচ উইনার ডিফেন্ডার। ভাগ্য জাবেলাইটা, মাসচেরানো, ডেমিচেলিস কে হইতো সেই বড় লেভেলের ট্রফির স্পর্শ দেয় নি কিন্তু এগুলো এক একটা হীরের নাম যারা গোটা ইউরোপ ডমিনেট করেছে এবং চুপচাপ অবসরে গিয়েছে।
এই দিন স্মরণ করলে এই মানুষ গুলো কেও মনে রাখা উচিত।
আজ ইংল্যান্ড এর এতিহাদে কুন এর স্ট্যাচু দেখে মন ভরে যায়। তেমনই গর্ব করার জায়গা ও এক একটি নিখুঁত সফলতার অন্যতম নাম জবেলাইতা।
কার বা কাদের মনে আছে জানি না আমার মনে আছে এবং থাকবে। ❤️
তোমাদের স্ট্যাচু হইতো কোনো এলাহী স্টেডিয়ামের বাইরে নেই তবে কোটি ভক্তের হৃদয়ে অবিরাম থাকবে।
- —আবু হানিফ বিপ্লব