- Advertisement -
জয়ী ঘোষণা করা হয়েছে অভিনেত্রী নিপুণ আক্তারকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে। জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। শপথ গ্রহণ করবেন তিনি রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা।
- Advertisement -
- Advertisement -
শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নতুন করে এ ঘোষণা দেন।
শিল্পী সমিতির সংবিধানের ১১ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৮ জানুয়ারি। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করেছেন বলে প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। অভিযোগ আমলে নেননি তিনি অভিযোগকারীদের। পীরজাদা ব্যবস্থা নেননি প্রমাণ থাকা সত্ত্বেও । এ সিদ্ধান্ত নিয়েছে আপিল বিভাগ।
- Advertisement -
এদিন দুপুর থেকেই উত্তপ্ত ছিল এফডিসি এদিকে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে। ৫টায় আপিল বোর্ডের মিটিং ডাকা হয় শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান মন্ত্রণালয়ের নির্দেশে এই মিটিংয়ের দায়িত্ব পালন করেন।
শিল্পী সমিতির কার্যালয়ে তালা মারা মিটিংয়ের এক ঘণ্টা আগেও খবর পাওয়া যায়। পাওয়া যাচ্ছে না দুজন পিয়নের কাউকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ইলিয়াস কাঞ্চন নির্বাচনে জয়ী হয়েছিলেন। জায়েদ খান সাধারণ সম্পাদক পদে জয়ী হন।
- Advertisement -